সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান চলচিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সায়েন্স সিটি অডিটোরিয়ামে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মাতল বর্ধমান শহর। পরিচালক আরিফুল ইসলামের ছবি ‘সেনসিটিভ’ দিয়ে প্রদর্শনী শুরু হয়। সন্দীপ মন্ডলের ‘দ্য মাইন্ড’,সমীর সূত্রধরের ‘গ্যাম্বল’,কেকে মল্লিকের ছবি ‘ইনসাইডার’, ঋষিগোপাল মন্ডলের ছবি তথ্যচিত্র ‘দারিয়াপুর’ প্রভৃতি দেখানো হয়। ডোকরা শিল্প দারিয়াপুরে কিভাবে শুরু হল।
বর্তমানে এই শিল্পের কি অবস্থা, কিভাবেই বা দিনগুজরান হয় এখানকার শিল্পীদের তা এই তথ্যচিত্রে দেখানো হয়।সংস্থার সম্পাদক বাপ্পাদিত্য দাঁ বলেন,১৯৯৩ সালে গঠিত হওয়া বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র পূর্বভারতের এক অন্যতম চলচ্চিত্র চর্চা কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করে।এদিন পরিচালকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য থাকে নতুন পরিচালকরা যাতে উৎসাহিত হয় তা দেখা।
আরও পড়ুনঃ হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক হল রপ্তানি বানিজ্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584