মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’

0
233

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

Prasenjit Chatterjee | newsfront.co
ছবিঃ ইউটিউব

মঙ্গলবার নববর্ষের দিনেই মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত স্বল্পদৈর্ঘের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি হয়েছে এই ছবিটি। তারকারা বাড়িতে বসেই শুটিং করেছেন।

Parambrata Chatterjee | newsfront.co
ছবিঃ ইউটিউব
Rituparna Sengupta | newsfront.co
ছবিঃ ইউটিউব

এই স্বল্পদৈর্ঘের ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।

Prasenjit chatterjee | newsfront.co
ছবিঃ ইউটিউব

ক্যামেলিয়া প্রোডাকশন-এর ব্যানারে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’। এই ছবিতে রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা গান, যে গানের সুর করেছেন কবীর সুমন। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। ছবির স্ক্রিপ্ট ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম শীল। সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক।

Dev | newsfront.co
ছবিঃ ইউটিউব
Jeet | newsfront.co
ছবিঃ ইউটিউব

আরও পড়ুনঃ লকডাউনে সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়

ছবির গল্পটিতে দেখা যাচ্ছে রুক্মিণীর বাবা অসুস্থ। বাবা থাকেন বাঁকুড়ায়। আর রুক্মিনী থাকে কলকাতায়। লকডাউনের কারণে অসুস্থ বাবার কাছে যেতে পারে না রুক্মিণী। রুক্মিণীর এইরূপ অসহায়তা দেখে এগিয়ে আসেন অনেকই। অবশেষে সকলের সহযোগিতায় রুক্মিণী তাঁর বাবার কাছে পৌঁছোয়।

Rukmini | newsfront.co
ছবিঃ ইউটিউব
Paran Banerjee | newsfront.co
ছবিঃ ইউটিউব
Abir | newsfront.co
ছবিঃ ইউটিউব

এই ছবিটিতে যেসমস্ত তারকারা অভিনয় করেছেন, তাঁরা সকলেই যে যাঁর বাড়িতে বসেই ছবির শ্যুটিং করেছেন। পরিচালক অরিন্দম শীলও বাড়িতে বসেই করেছেন ছবি পরিচালনার কাজ। এই ছবি থেকে উঠে আসা টাকা তুলে দেওয়া হবে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের হাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here