ঘরে বসে ‘ফিরে দেখা’

0
150

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাইরে বেরনোর উপায় নেই। কিন্তু শিল্প তো থেমে থাকে না। ঘরে বসেই তাই তৈরি হচ্ছে কত গান, কত ভিডিও অ্যালবাম, এমনকী সিনেমাও। আরও একটি শর্ট ফিল্ম তৈরি হল ঘরে বসেই।

shooting | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

পরিচালক সায়ন বসু চৌধুরী। ছবিতে রয়েছে দুটি চরিত্র। এক প্রেমিক যুগল। তাদের মধ্যে ঘটে যাওয়া দুটি ঘটনা ছবির মূল উপজীব্য। একটি ঘটনা ঘটে তিন বছর আগে। আরেকটি তিন বছর পরে।

Phire Dekha | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ঘটনাদুটির একটির সঙ্গে আরেকটির তুলনা নিয়েই এগিয়েছে গল্প ও চিত্রনাট্য।প্রেমিক-প্রেমিকার চরিত্রে রয়েছেন সুরজিৎ মাইতি এবং পারমিতা বন্দ্যোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সায়ক।

আরও পড়ুনঃ নিউজফ্রন্ট বাংলা ইউটিউব চ্যানেলে আসছে ইন্ডাস্ট্রির নতুন রোম্যান্টিক জুটি কাগজ-কলম

actor | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বলা বাহুল্য, প্রতিদিনের ব্যস্ততায় আমরা দূরে সরিয়ে রাখি নিজেদের ইচ্ছা আর চাহিদাগুলোকে। ইচ্ছা থাকলেও ভাবি কখন করব? সময় কই? সারক্ষণ অন্যের জন্য নিবেদিতপ্রাণ আমাদের।

Paramita | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ স্ক্রিপ্টবিহীন ‘বিসর্গ’ হাজির ডিজিটালে

কথায় আছে, সবকিছুরই খারাপ-ভাল রয়েছে। করোনা ভাল কিছু দেয়নি আমাদের। অসুখ দিয়েছে, গৃহবন্দি করেছে, একাচোরা করেছে।

এই সব খারাপের মাঝে অনেকটা সময় দিয়েছে নিজের সঙ্গে নিজের কাটানোর জন্য। নিজের সুপ্ত বাসনাগুলিকে ঠেলে বের করে অন্যের সামনে তুলে ধরার সময় চলছে এখন। তারই ফসল ঘরে বসে শর্ট ফিল্ম, অডিও থিয়েটার, ভিডিও অ্যালবাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here