নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনে সবাই ঘরবন্দি। মন চায় নতুন কিছু। তাই পুরনো ছবির পাশাপাশি একটু নতুন ছবিও দেখতে চান দর্শক। তাই নিউজ ফ্রন্ট বাংলার এক অভিনব উদ্যোগ ভিন্নধর্মী শর্ট ফিল্ম ‘ট্র্যাশ লাভ’।

পরিচালক সত্যজিৎ দাসের পরিচালনায় আসছে শর্ট ফিল্ম ‘ট্র্যাশ লাভ’। ভালোবাসার ছবি। দুটি মাত্র চরিত্র এখানে। একটি কাগজ, অন্যটি কলম। এরা কথা বলে, গল্প করে, সহমত হয়, মতানৈক্যও ঘটে এদের।
আরও পড়ুনঃ লকডাউনের একঘেয়েমি কাটাতে নতুন গল্প নিয়ে আসছে আড্ডা টাইমস
ভালোবাসা আসলে সত্যিই কি রোম্যান্টিক হয়? নাকি জীবনের কোনও এক পর্যায়ে গিয়ে দুর্বিষহ হয়ে ওঠে সে? ভালগুলো মনে থাকলেও খারাপের যন্ত্রণা বেশি অনুভূত হয়। এই খারাপ-ভাল’র প্রতিটি অনুভবের সাক্ষী থাকে কাগজ ও কলম। এরকমই বিষয়কে আঁকড়ে ধরে এক ভিন্নধর্মী, ভিন্ন ভাবনার সর্বোপরি ভিন্ন মেধার ছবি বানাচ্ছেন ইন্ডাস্ট্রির কনিষ্ঠতম পরিচালক সত্যজিৎ দাস।
অন্ধ চিত্রকরের জীবনলিপি নিয়ে সত্যজিতের তৈরি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ সাড়া ফেলেছে দেশ-বিদেশের নানা প্রান্তে। এবার আরও একবার মানুষকে অন্য স্বাদে ভরিয়ে তুলতে তাঁর এই প্রয়াস।
প্রসঙ্গত, গৃহবন্দি জীবনে যখন কেউ কারো কাছে যাওয়া মানা, তখন কাগজ-কলমই সেরা জুটি যারা জন্মজন্মান্তর ধরে কেউ কারো সঙ্গ ছাড়ে না। এমনই গাঁটছড়া এদের। একজনকে ছাড়া আরেকজনের অস্তিত্ব নেই। তাই এই ছবির নায়ক-নায়িকা তারাই। রোম্যান্টিক জুটি বললেও ভুল হবে না৷ শর্ট ফিল্মটি খুব শীঘ্রই রিলিজ করবে নিউজ ফ্রন্ট বাংলার প্ল্যাটফর্মে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584