নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মানস বসু পরিচালিত স্বল্প সময়ের ছবি ‘1.4GB’ মনোনীত হয়েছে ‘আই এফ এফ এস এ’ (IFFSA), টরন্টোতে। ১৪ অগাস্ট ছবিটি দেখানো হবে। বিকেল সাড়ে ৪ টেয় থাকবে ভার্চুয়াল লাইভ, ডে লাইন কিক অফ-এ। তাছাড়া বিকেল ৪ঃ৪৫-এ ভার্চুয়াল থিয়েটার ক্যালেইডোস্কোপে।
এছাড়াও কলকাতা চলচ্চিত্র উৎসব, ২০১৯, স্যালেরনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ২০২০, ইতালি, বাংলাদেশ শর্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ দেখানো হয়েছে এই ছবি।
ছবিটির দিকে তাকালে তিন প্রজন্মকে দেখা যায়। এক দাদি, তার মেয়ে এবং তার নাতির আশেপাশে ঘোরাফেরা করে গল্প। এরা নানা কারণে ডেটা অর্থাৎ তথ্য গ্রহণে জড়িত। এমনকী ডেটা এবং ইন্টারনেট তাদের আবেগ, চিন্তাভাবনা এবং দৈনন্দিনজীবনকেও নিয়ন্ত্রণ করে।চলচ্চিত্রটি আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বানানো।
আরও পড়ুনঃ মা এবং সন্তানদের কিছু বার্তা দিতে আজ আসছে ‘ডিয়ার মম’
মানবজীবন আজ আসলে ওই ‘জিবি’তেই বন্দি। সেটাই দেখানোর চেষ্টা রয়েছে ছবিতে। দাদির চরিত্রে রয়েছেন লাবনী সরকার, মেয়ের চরিত্রে দেবলীনা দত্ত এবং নাতির চরিত্রে যশোজিৎ বন্দ্যোপাধ্যায়। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা সবই মানস বসুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584