আবালবৃদ্ধবনিতার মন কাড়ছে জর্জিয়ান্সদের অকাল বোধন- ‘রে অফ হোপ’

0
255

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

১৬ই মে ২০২০ ‘দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট’ পার করল ১০০ বছর। আর এই শুভদিনেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজ-এ মুক্তি পেল ইনস্টিটিউটের প্রধান কেন্দ্র শিয়ালদহর জর্জিয়ান্সদের উদ্যোগে তৈরি স্বল্প দৈর্ঘের ছবি ‘অকাল বোধন’- রে অফ হোপ।

Akal bodhon | newsfront.co
ছবিঃ কোলাজ

সমগ্র বিশ্বজুড়ে মহামারীর প্রকোপে প্রতিদিন যখন আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি এক অজানা ভবিষ্যতের দিকে, চরম এক সঙ্কটের মুখোমুখি যখন আমরা সবাই তখন একদল ছাত্রছাত্রী স্বপ্ন দেখে সুন্দর সুস্থ এক পৃথিবীর। বিশ্বাস করে এই দুর্দিন কাটিয়ে খুব তাড়াতাড়ি সুদিন আসবে। আর তাদের এই বিশ্বাসকে তারা রূপদান করল এই স্বল্প দৈর্ঘের ছবির মাধ্যমে।

আরও পড়ুনঃ অপরাধীদের শায়েস্তা করতে আসছে লালবাজার

আসন্ন দুর্গাপূজোর একটি কাল্পনিক রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। সব বিধিনিষেধ মেনে চলে আসন্ন দুর্গাপূজোয় যে চেনা ছন্দে জীবনকে ফেরাতে হবে সেটার মূল ভাবনা। একইভাবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে যারা তাদের এক অভিনব কায়দায় ধন্যবাদ দেওয়া হয়েছে। কি করলে আমরা আমাদের আর্থিক ও সামাজিক পরিকাঠামো ঠিক রাখতে পারবো সেই বার্তাও দেওয়া হয়েছে ২৭ মিনিটের এই ছবিতে।

মোট ২০ জন ছাত্র ছাত্রী নিজেদের বাড়িতে বসেই মোবাইল ক্যামেরার মাধ্যমে নির্মাণ করেছে এই ছবি। সম্পাদনাও তাদেরই। সূত্রের খবর অনুযায়ী, ছবির শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি দৃশ্য এত নিপুনভাবে দেখানো হয়েছে যে মনে হবে সত্যিই দুর্গাপূজো দেখছি!

ছবির কুশীলবদের কথায়, দীর্ঘদিন এই লকডাউনের মধ্যেও আমাদের শিক্ষকেরা আমাদের অনলাইনের মাধ্যমে শিক্ষাদান করে আসছেন। এই কঠিন সময়েও প্রত্যেক মুহূর্তে ইনস্টিটিউট আমাদের পাশে থেকেছে। তাই আমাদের এই প্রয়াস।

অনলাইনে মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসা পেয়েছে ছবিটি। এবং শুধু তারাই নয় ছবির এই ভাবনা মন কেড়েছে আবালবৃদ্ধবনিতার। অসম্ভব সুন্দর চিন্তাশক্তির এই ছবি অনেকের মনেই এক নতুন শক্তি সঞ্চয় করবে। এই কঠিন সময়ে এহেন একটি পরিকল্পনা সত্যিই প্রশংসার দাবিদার। ছবির নির্মাণে রয়েছে- সাধনা, অন্তরা, দেবঙ্গনা, পুষ্পিতা, মাম্পি, আন্দালিব, বিশাল, আদিত্য, অরিজিৎ, অয়ন্তিকা, রিম্পা, পূজা, সুনেত্রা, সায়নী, গার্গী, আরাধ্যা, অভিষেক, স্নিগ্ধ, দেবদীপ, জয়রাজ সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here