এক অন্ধের জীবন কাহিনী নিয়ে আসছে ‘ব্ল্যাক’

0
146

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বর্তমানে করোনার করাল ছায়ার নীচে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বিশ্ববাসী। দেশজুড়ে চলছে লকডাউন। স্কুল, কলেজ, অফিসও বন্ধ। কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। এহেন পরিস্থিতিতে বাড়িতে বসে কি একঘেয়েমি জীবন কাটাচ্ছেন আপনি? তাহলে একটা কথা বলি জেনে নিন। আপনাদের একঘেয়েমি জীবনে মুশকিল আসান করতে আসছে ‘ব্ল্যাক’।

Black | newsfront.co

লকডাউনের অস্বস্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দর্শকের কাছে অন্য স্বাদ নিয়ে হাজির হতে চলেছে শুভম দত্ত পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্ল্যাক’। ২৮এপ্রিল, মঙ্গলবার সাইকো থ্রিলারে মোড়া এই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসডিপি ভেঞ্চারের ব্যানারে তৈরি এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় ও রায়তি ভট্টাচার্য।

Rayati Bhattacharya | newsfront.co
রায়তি ভট্টাচার্য,অভিনেত্রী

লকডাউনে মন মরা হয়ে বসে থাকার দিন শেষ। বিনোদনের ভরপুর স্বাদ পেতে আর মাত্র কিছুদিনের অপেক্ষায় থাকতে হবে দর্শককে। শীঘ্রই আসছে অনিন্দ্য-রায়তি জুটির নতুন ছবি ‘ব্ল্যাক’। এর আগেও অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এই প্রথম কোনো অন্ধ ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে। ছবির সংলাপ ও কাহিনী রচনা করেছেন নন্দিনী দাস।

আরও পড়ুনঃ সামনে এল ‘মিরাজ’-এর প্রথম পোস্টার

Anindya Banerjee | newsfront.co
অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়,অভিনেতা

মূলত, একটি অন্ধ ছেলের জীবন কাহিনীকেই এই ছবিতে তুলে ধরা হয়েছে। গল্পের বাঁকে একটি মেয়ের সঙ্গে দেখা হয় ছেলেটির। এরপর নিয়তি তাদের গন্তব্য নিয়ে যাবে কোন মোহনায়? নাকি গল্প মোড় নেবে অন্য স্রোতে? এই সবকিছু নিয়েই ১২ মে মুক্তি পাবে ‘ব্ল্যাক’। তবে পরিচালকের কথায়, এটি একটি সাসপেন্স থ্রিলার। যার প্রতিটি বাঁকে রহস্যের ছোঁয়া পাবে বাংলা সিনেমার দর্শক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here