মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা শুধুমাত্র একটা অসুখ নয়। করোনা হল ডিপ্রেশন, যা মানুষকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। সংক্রমণের ভয়ে বাড়িতে নিজেকে আবদ্ধ করে ফেলেছেন প্রায় প্রত্যেকেই। সবকিছুই এখন হাতের মুঠোয়। তাই বাড়ির বাইরে না বেরলেও কারোর খুব একটা সমস্যা হচ্ছে না।
অথচ, আমাদের শৈশবে একটা সময় ছিল, যখন আমরা সকলেই সেই মুহুর্তগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, যখন আমাদের প্রিয় কমিক বইয়ের একটি নতুন সংস্করণ প্রকাশিত হত এবং আমরা খুব কৌতূহল সহ সেই বই কেনার জন্য আমাদের নিকটবর্তী দোকানগুলির দিকে ছুটে যেতাম। কমিক বইয়ের স্কেচগুলির সঙ্গে থাকা কথোপকথনগুলি আমাদের সামান্য এবং সৃজনশীল মনকে আনন্দ দিত। আর আমাদের চারপাশে এক কল্পনার জগৎ তৈরি হত। এখন সবটাই ডিজিটাল হয়ে গেছে।
তাহলে কি আমরা ভুলে যাব কমিক বইগুলির কথা? নাহ্। একেবারেই না। আর যাতে আমাদের সেই স্মৃতিগুলি হারিয়ে না যায় সেইজন্য পুনরায় আমাদের মনে শৈশবের সেই স্মৃতিগুলিকে জাগরিত করতে এই লকডাউনে কমিক গল্পগুলিকে নতুনরূপে দর্শকের সামনে হাজির করেছেন বিশিষ্ট সরোদ শিল্পী অর্ণব ভট্টাচার্য।
কমিক বইয়ের গল্পগুলিই অ্যানিমেটেড করে দেখানো হয়েছে অর্ণব ভট্টাচার্য পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘের ছবি ‘লাইফ আফটার ডেথ’এ। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এক উদ্যোক্তার গল্প বলবে। সবমিলিয়ে টান টান উত্তেজনা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনবত্বে মোড়া ‘লাইফ আফটার ডেথ’।
বিশিষ্ট সরোদ শিল্পী অর্ণব ভট্টাচার্যের এটাই প্রথম পরিচালিত স্বল্পদৈর্ঘের ছবি। এর আগে সংগীতের জগতে বহু খ্যাতি অর্জন করেছেন তিনি। মাত্র ছয় বছর বয়সে প্রথম সরোদ কনসার্ট করেন অর্ণব ভট্টাচার্য। সেই সময় বিশ্বের বহু দর্শকের মন জয় করেছিলেন এই শিল্পী।
আরও পড়ুনঃ বাইশে শ্রাবণে স্বপ্নীল-আইভির অনন্য নিবেদন ‘অন্তহীন অপেক্ষা’
সম্প্রতি অর্ণব ভট্টাচার্যের ক্লাসিকাল বাদ্যযন্ত্রের উপর তৈরি ‘ভার্সা’ এবং ‘ডার্ক ইনসাইড’-এই অ্যালবাম দুটিও বহুল জনপ্রিয় হয়ে উঠেছে। প্রত্যেকটি কাজের মতো অর্ণব ভট্টাচার্যের ‘লাইফ আফটার ডেথ’ও যে একটি ব্যতিক্রমী ছবি তা আর বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584