নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনের জেরে জীবনের স্বাভাবিক ছন্দের ছিঁড়েছে তার। কেটেছে তাল। দেখা সাক্ষাত নেই প্রেমিক-প্রেমিকার মধ্যে। ভাগ্যিস ছিল ভিডিও কলিং-এর সুবিধা। না হলে কী যে হত তা বলাই বাহুল্য।
এই লকডাউনে ঘরে বসেই অত্যাধুনিক কৌশলে প্রেমে পড়ার উপায় বাতলে দেবে শর্ট ফিল্ম ‘প্রেমে লকডাউন’। আর সেটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবারতি গুপ্ত। দেবারতি গুপ্ত জানান- “এটা একটা মজাদার ফিল্ম।
কয়েকজন অভিনেতার সঙ্গে মজাদার সময় কাটবে এই ছবিতে।প্রান্তিক ব্যানার্জি, অনুরাধা মুখার্জি ও অনুভব কঞ্জিলাল সহ আমরা সব বন্ধুরা মিলে এই দুর্দিনে ইতিবাচকতা বজায় রাখতে কিছু মজা করার চেষ্টা করেছি এই ছবিতে। এটা শুধুই আমার চলচ্চিত্র নয়।
অনুরাধা, প্রান্তিক, অনুভব, টিভিওয়ালা মিডিয়ার প্রতিষ্ঠাতা অমিত গাঙ্গুলি এবং তাঁর সঙ্গে জড়িত অন্যান্যরা মিলেই তৈরি করেছি এই ছবি। বেশ মজা লেগেছে কাজটা করতে।”
আরও পড়ুনঃ মুখোশ খোলার গল্প ‘একটি তারা’
গল্পটাও বেশ মজাদার। এই লকডাউনে কোনও মেয়েকে আপনি কী ভাবে প্রভাবিত করতে পারেন বা সহজ কথায় পটাতে পারবেন তার কৌশল রয়েছে এই ছবিতে। ২৮ শে এপ্রিল অর্থাৎ আজ সন্ধে ৬ টায় টিভিওয়ালা মিডিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই শর্ট ফিল্মটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584