রেশমির জীবন ঘেরা ‘শেষের কাহিনী’

0
503

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই লকডাউনে নানা ভাবনায় মোড়া স্বল্প দৈর্ঘের ছবি দেখে ফেলেছে দর্শক। জীবন ধীরে ধীরে হচ্ছে স্বাভাবিক। গতি ফিরছে মানুষের রোজকার জীবনযাপনে। করোনাকে পাশে রেখেই এগিয়ে চলেছে মানবজীবন। এই সময়েই হাজির আরও এক শর্ট ফিল্ম। যার কেন্দ্রে রয়েছে রেশমি চক্রবর্তী নামের একটি মেয়ে।

Shortfilm | newsfront.co

রেশমি প্রাণোচ্ছল, রেশমি পাহাড়ের চূড়ায় পা রাখতে চায়। এটুকুই কি তার পরিচয়? নাকি আছে আরও অনেক পরিচয়? জানান দেবে স্বল্প সময়ের ছবি ‘শেষের কাহিনী’। গল্পের সূত্র বলছে, হঠাতই সব ইচ্ছা অপূর্ণ রেখে চিরতরে বিদায় নেয় এই রেশমি। কিন্তু কেন? ছবিটি একটি বাস্তব ঘটনা সম্বলিত।

আরও পড়ুনঃ পঞ্চম বর্ষে ‘সিনেমার সমাবর্তন’ উৎসর্গ করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে

ছবিটির প্রযোজক অরিন্দম চক্রবর্তী। পরিচালক সুদীপ চট্টোপাধ্যায়। ‘AMBIKEO CHITRAM’ (অম্বিকেও চিত্রম) এর ব্যানারে তৈরি এই ছবির মুখ্য চরিত্রে সোমা চক্রবর্তী ও সঞ্জীব বসাক। এই অনবদ্য বাস্তব ছবি খুব তাড়াতাড়িই আসছে দর্শক দরবারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here