পুজোয় মুক্তি ‘শিউলি’-র

0
136

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

এবছর পুজোয় মুক্তি পেয়েছে জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘শিউলি’। পরিচালনায় রয়েছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। শিউলি ফুলকে এক সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছেন পরিচালক অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। তাদের নতুন শর্টফিল্ম ‘শিউলি’, একটু অন্যরকম।

Shiuli
নিজস্ব চিত্র

পুজোর আগে মুক্তি পাওয়া সব গতানুগতিক চিন্তাধারার শিল্পকর্মের থেকে নিজেকে সরিয়ে ফেলে তৈরি এই ছবি। সমপ্রেমী মানুষের চোখ দিয়ে দুর্গাপুজোকে তুলে ধরা হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিতে। সমাজের এইসব প্রান্তিক মানুষদের কাছে দুর্গাপুজো কি এবং মা দুর্গার মাহাত্ম্য কোথায়, তা ভীষণ যত্ন করে বোনা হয়েছে এই সাড়ে তেরো মিনিটের ছবিটিতে।

এক সমকামী মানুষের প্রেম পাওয়ার আশা, পরিবার পাওয়ার আশা আজও আমাদের সমাজে কিভাবে প্রতিনিয়ত তাকে বাধ্য করে হেরে যেতে, ছোট হয়ে যেতে সেই কাহিনীই ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছেন পরিচালক জুটি। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নানান রূপক ও অনবদ্য আবহের ব্যবহারে শিউলি চরিত্রের ভিতর দিয়ে অসংখ্য সমপ্রেমি মানুষের প্রকাশ ঘটানো হয়েছে ছবির মধ্যে দিয়ে। প্রেম যে আদতে লিঙ্গহীন, প্রেমের স্বরূপ কেবল মাত্র প্রেমের মধ্যে দিয়েই তা এই ছবি বুঝিয়ে দেবে সহজেই।

আরও পড়ুনঃ ‘আইলা রে আইলা’ ট্র্যাকে পা মেলালেন অক্ষয় ও রণবীর, ভাইরাল ভিডিও

স্ক্রিনপ্লে, সংলাপ, আবহসংগীতের ব্যবহার ও তসলিমা নাসরিনের লেখা কবিতা, এই সবকিছুই যেন এই ছবির গভীরতাকে বাড়িয়ে তুলেছে। ছবিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রকাশ সিকদার, বিপ্লব বিশ্বাস ও সানায়া

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here