‘স্বাদ অনুসার’- হাজির পোস্টার

0
136

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি সামনে এল শিলাদিত্য মৌলিক পরিচালিত শর্টফিল্ম ‘স্বাদ অনুসার’-এর পোস্টার। শিলাদিত্য নির্মিত ‘ভরম’ ৬০ মিলিয়নেরও বেশি ভিউজ নিয়ে সাফল্যের চূড়া ছোঁয়। এবার আরও একবার অন্য ঘরানার গল্প নিয়ে হাজির তিনি।

Swad Anusar shooting | newsfront.co

মমতা চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীকান্তের চরিত্রে কান সিং সোধা, মানসীর চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায়, নীরজের চরিত্রে শোয়েব কবির।

Swastika Mukherjee | newsfront.co

গল্পটা খানিকটা এরকম- এক ধনী ব্যবসায়ী মনে করে তাকে কেউ হত্যা করেছে। তবে সে শ্বাস নিতে পারে, অনুভব করতে পারে, হাঁটতে পারে। এমনকি কথাও বলে। তার কপালে আঘাতের সামান্য ব্যথা বাদ দিয়ে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু সেই আঘাত তার মাথায় লাগল কীভাবে? সেটাই দেখার।

আরও পড়ুনঃ জন্মদিনেই হাজির বায়োপিক ‘অভিযান’এর টিজার

Swad Anusar poster | newsfront.co

ছবির ডিওপি প্রতীপ মুখার্জি, সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য, সম্পাদনায় সংলাপ ভৌমিক। ‘কে এস এস প্রোডাকশন্স অ্যান্ড এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় নির্মিত এই ছবি খুব তাড়াতাড়িই আসবে দর্শকের দরবারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here