ধর্ষণ মামলা চাপা দিতে গুলি চালনা দুষ্কৃতীদের

0
37

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে পরিবার ও গ্রামবাসীদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় জখম হন পাঁচ জন। এদের সকলের দেহে গুলির আঘাতের চিহ্ন আছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার তিন নম্বর ব্লকে।

Injured person | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় মাস আগে ১৪ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। চারদিন পরে উদ্ধার হয় ওই নাবালিকা। এই ঘটনায় মূল অভিযোগ ওঠে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। যাদের মধ্যে অন্যতম অভিযুক্ত হল ফিরোজ মোল্লা।

Sufal Naiya | newsfront.co
সুফল নাইয়া, আক্রান্তের পরিজন। নিজস্ব চিত্র

রবিবার ফিরোজ মোল্লাকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। ফিরোজ গ্রেফতার হতেই উত্তেজিত হয়ে ওঠে তার এলাকার লোকজন। এরপর ফিরোজের বাড়ির লোকজন এবং অন্যান্য অভিযুক্তদের কাছের লোকেরা হামলা চালায় ওই নাবালিকার বাড়ি ও তার আশপাশ এলাকায়। এই ঘটনায় যারা নাবালিকার পক্ষে দাঁড়িয়ে ছিলেন তাদের গুলি করে খুন করার হুমকি দেয় তারা।

প্রথমে হুমকিতে কাজ না হওয়ায় বিষয়টি টাকাপয়সা দিয়ে মেটানোর চেষ্টা হয়। কিন্তু তাতেও কিছু কাজ না হওয়ায় এবার গুলি চালায় দুষ্কৃতীরা। আহত হন কুরবান সর্দার, রহিম সর্দার, মজিদ সর্দার, নন্দিনী নায়া ও আব্দুল করিম নামে পাঁচ গ্রামবাসী। ঘটনার পর ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তের মৃতদেহ নিতে এসে মার খেল মর্গের কর্মীরা

ইতিমধ্যে এই ঘটনায় ২১ জনের নামে বাসন্তী থানাতে অভিযোগ জানানো হয়েছে আহতদের পক্ষ থেকে। আহত ৫ জনকে প্রথমে মঙ্গলবার রাতে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহতরা। সকলের শরীরে একাধিক গুলি চিহ্ন আছে। রড দিয়ে আঘাত করা হয়েছে একজনের মাথাতেও। ক্যানিং মহকুমা হাসপাতাল সূত্রে খবর, অপারেশন করে বের করা হবে ওই সমস্ত গুলি।

আরও পড়ুনঃ ২১৮ কিলো গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার

আহত আব্দুল করিম বলেন, ‘আমাদের বারবার হুমকি দিচ্ছিল ঐ সমস্ত দুষ্কৃতীরা, যারা এই ধর্ষণ ঘটনার সঙ্গে যুক্ত ছিল। কয়েকদিন আগে আমাদের একটি গ্রামের ছেলেকেও তারা তুলে নিয়ে চলে যায়। কিন্ত তাদের হুমকিতে নত না হওয়ায় আমাদের ওপর আক্রমণ চালিয়েছে ওই দুষ্কৃতীরা।’

এই ঘটনায় আহত ধর্ষিতার কাকা মজিদ সরদার বলেন, ‘চারদিন পরে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল আমাদের বাড়ির পাশ থেকেই। কোনমতে প্রাণে বাঁচে সে। এই মামলা তোলার জন্য হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। টাকা নিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা তাতে রাজি না হওয়ায় এই গণ্ডগোল।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here