নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ঘরে ঢুকে কলেজ পড়ুয়াকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো পুরাতন মালদহ এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় কলেজ পড়ুয়ার চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে।ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ,মালদহ থানার বালিয়া নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়।
এই ঘটনায় কলেজ পড়ুয়ার ভাইও আহত হয়।তার চিকিৎসা চলছে মৌলপুর হাসপাতালে। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত কলেজ পড়ুয়ার নাম ভাস্কর বিশ্বাস(২০) সে প্রথম বর্ষের ছাত্র।তার ভাই শুভাশিস বিশ্বাস(১৬) দশম শ্রেণীর ছাত্র।আগ্নেয়াস্ত্র সহ এলাকার দুষ্কৃতী সনাতন হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার তাকে মালদহ জেলা আদালত তোলা হবে।
আহত ভাস্কর বিশ্বাস জানিয়েছে সে গৌড় কলেজের প্রথম বর্ষের ছাত্র।বৃহস্পতিবার রাতে তার বাবা-মা বাড়িতে ছিল না।তারা দুই ভাই পাড়াতেই এক বন্ধুর বাড়িতে কালী পূজার প্রসাদ খেতে যায়।সেখান থেকে বাড়ি ফেরা মাত্রই ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ নিমতায় গুলিবিদ্ধ যুবক, ধৃত ২
তাদের সন্দেহ টাকা-পয়সা লুট করার জন্যই হয়তো দুষ্কৃতী ঘরে ঢুকে ছিল।প্রথমে তার ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে ওই দুষ্কৃতী। বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে ওই দুষ্কৃতী।তার গলার উপরে গুলি লাগে।
এরপর তাদের চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।
যদিও কলেজ পড়ুয়া ওই দুষ্কৃতীর নাম বলতে পারিনি। তবে কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতী ঘরে ঢুকে গুলি করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।শনিবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584