মনিরুল হক, কোচবিহারঃ
সাত সকালে বাজার করে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কোচবিহার জেলা সহ সভাপতি পার্থ মল্লিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার সকাল ৯ টা নাগাদ পুন্ডিবারি থানার খাগড়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পার্থ মল্লিক পুন্ডিবারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, এদিন তাঁর বাড়ির কাছে দেশবন্ধু বাজার থেকে সব্জি কিনে ফেরার পথে মোটর সাইকেলে করে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। ওই সময় পাশে থাকা এক যুবক তাঁকে চিৎকার করে ধাক্কা মারলে তিনি প্রাণে বেঁচে যান।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রী ভানাথি শ্রীনিবাস
এর আগেও পার্থ বাবুর ওপরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। বারবার তাঁকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পার্থ বাবু বলেন, তিনি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন। শ্রমিক সংগঠনের জেলা সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। কিন্তু খাগড়াবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকার ও তাঁর অনুগামীদের সাথে পার্থ বাবুর গোষ্ঠী লড়াই রয়েছে।
আর সেই কারণেই হয়ত তাঁকে প্রাণে মারার চেষ্টা বলে পার্থবাবুর দাবি। তিনি বিষয়টি দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে জানিয়েছেন বলেও জানান।তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল সভাপতি সজল সরকার বলেন, “খাগড়াবাড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডিএম কে ডেপুটেশন
পার্থ মল্লিককে কখনও দলীয় কাজ করতে দেখি নি। কাজেই তাঁর সাথে গোষ্ঠী কোন্দলের কোন প্রশ্নই আসে না। তবে দুদিন বাদে বাদে তাঁর ওপরে গুলি চালানো হয় বলে তাঁর অভিযোগ শুনতে পাই। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে আমার বিরুদ্ধে। প্রয়োজনে দলের জেলা সভাপতির সাথে আমি কথা বলে নেব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584