বিষ্ণুপুরে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রী ভানাথি শ্রীনিবাস

0
98

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

party member | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রী ভানাথি শ্রীনিবাস জি বিষ্ণুপুরে এলেন আজ। এই বিধানসভার দুটি জায়গায় যান তিনি। এই বিধানসভারই বাসিন্দা রাধারানী নস্করের মাথার পিছনে গুলি লেগেছিল বেশ কিছুদিন আগে, তার বাড়িতে যান এই বিজেপি নেত্রী।

আরও পড়ুনঃ জুতোর মালা-কুশপুত্তলিকা দাহ মেদিনীপুর জুড়ে ক্ষোভ শুভেন্দুকে ঘিরে

Vanathi Srinivasan | newsfront.co
ভানাথি শ্রীনিবাস। নিজস্ব চিত্র

পাশাপাশি মাগুরখালীতে তিনি এক অন্তঃসত্ত্বা মহিলার বাড়িতেও যান। দেখা করে তাদের আশ্বস্ত করেন। ২০২১ এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে আজ যারা অত্যাচার করছে মহিলাদের উপর এবং বিজেপি কর্মীদের উপর তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে ভানাথি শ্রীনিবাস জি জানান।

আরও পড়ুনঃ তৃণমূলে বিজেপি সংসদ সৌমিত্র জায়া সুজাতা

agnimitra | newsfront.co
অগ্নিমিত্রা পল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সুজাতার দলবদলের সিদ্ধান্তে বিচ্ছেদের নোটিস সৌমিত্রর

সর্বভারতীয় মহিলা মোর্চা সভানেত্রীর সঙ্গে ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল, এছাড়াও আরো অন্যান্য কর্মীবৃন্দ। ছিলেন বিজেপির ডায়মন্ড হারবার জেলা সংগঠন সভাপতি উমেষ দাস, সুফল ঘাটো সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিজেপি কর্মী সমর্থকরা।

রাধারানী নস্কর বিজেপি নেত্রীর প্রশংসা করেন। পাশাপাশি দলের হয়ে আগামীতে লড়াই জারি রাখবেন বলে বার্তা দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here