বৈশাখীর জন্য রাজ্যপালের কাছে শোভন

0
205

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

নিজের রাজনৈতিক কেরিয়ার বা অবস্থান যেখানেই যাক না কেন, বৈশাখীর জন্য এর আগেও বিভিন্ন রাজনৈতিক দরবারে ছুটে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়‌। এমনকি শোভন চট্টোপাধ্যায় বিপদের দিনে পাশে থেকেছেন বৈশাখীও। শুক্রবার ফের বৈশাখীর কলেজ সংক্রান্ত সমস্যার কারণে সোজা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Shovan Baishakhi | newsfront.co
সাংবাদিক সম্মেলনে শোভন বৈশাখী

রাজভবনে ঘণ্টাখানেক বৈঠক করার পর বেরিয়ে শোভন চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বৈশাখীকে হেনস্থার অভিযোগে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। আল আমিন কলেজে বৈশাখী জুন মাসে ইস্তফা দেওয়ার পরেও তার চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

Shovan Chatterjee | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু কলেজ কারও অ্যাজেন্ডা পূরণের জায়গা নয়।সরকারের আত্মসমালোচনা করা উচিত। রাজ্যপাল সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টি শুনেছেন।’

আরও পড়ুনঃ উচ্চ প্রাইমারির হবু শিক্ষকদের হেনস্থার প্রতিবাদে মিছিল করল ছাত্র পরিষদ

বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের সামনে আন্দোলন করা হচ্ছে। আমি তো পদ ছেড়ে দিয়েছি, পোস্টারে কেন আমার নাম। পড়ুয়াদের কেন বিপথগামী করা হচ্ছে, তদন্ত হোক। ফিরহাদ হাকিমের কী অধিকার আছে আমাকে উৎখাত করার? ফিরহাদ হাকিম আমাকে চাকরি দেননি।’

আরও পড়ুনঃ সিঙ্গুর-অনশন স্মরণে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে টুইট মমতার

তিনি আরো বলেন, ‘আমি জুন মাসে পদত্যাগ করা সত্ত্বেও সেই অচলাবস্থার দায় এখনও আমার উপর চাপানোর চেষ্টা হচ্ছে। ওই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এবং রাজ্যপাল পদাধিকার বলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য, তাই তাঁকে গোটা বিষয়টি জানাব।’

আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির নির্বাচন ম্যানেজমেন্টে গুরুত্ব অনুপমকে

প্রসঙ্গত শোভন এবং বৈশাখী দীর্ঘদিন ধরেই বিজেপিতে থাকলেও তাদের এখনো সক্রিয় ভাবে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি। বিজেপি শোভন চট্টোপাধ্যায় কে নিয়ে আগ্রহী হলেও বৈশাখীকে গুরুত্ব দিতে দলেরই একাংশ নারাজ থাকায় তাদের বিজেপিতে এখনো সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি।

এর মধ্যেই শুভেন্দু অধিকারীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন বলেছেন, ‘ছোটবেলা থেকেই শুভেন্দুকে চিনি, শিশিরদাকে জানি। শুভেন্দু তাঁর মত নিজেই জানাবেন। প্রত্যেক রাজনৈতিক নেতার নিজের সম্মান রয়েছে। শুভেন্দু একজন পরীক্ষিত সৈনিক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here