পথদুর্ঘটনা সচেতনতায় স্কুল পড়ুয়াদের পথনাটক প্রদর্শন

0
164

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

show road drama on road accident awareness program 3
নিজস্ব চিত্র

সেভ ড্রাইভ সেভ লাইভ অভিনব কর্মসুচি নিল সুন্দরবন পুলিশ জেলা।সাগর থানা ও স্কুল পড়ুয়ারা মিলে মঙ্গলবার এক র‍্যালী করে।জেসি ইন্টারন্যাশনাল স্কুলের শতাধিক পড়ুয়াদের সঙ্গে অনুষ্ঠানে শামিল হন সাগর থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার,ডিএসপি,ওসি সহ স্কুলের ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকারা।

show road drama on road accident awareness program
স্কুল পড়ুয়াদের র‍্যালি। নিজস্ব চিত্র

ক্ষুদে পড়ুয়াদের যমালয়ের প্রতীকী চিত্র নাট্য তুলেধরা হয় সাধারন মানুষের উদ্দেশ্যে।যমরাজ তার সাঙ্গপাঙ্গরা কিরুপ করে মৃত্যুর পর তাও তুলে ধরা হয়।

show road drama on road accident awareness program 4
পথনাটক। নিজস্ব চিত্র

হেলমেট না পরে দুর্ঘনায় মৃত্যু হলে পরিবার পরিজনদের কি রুপ সমস্যা পরতে হয়। সেগুলি তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ

show road drama on road accident awareness program 2
নিজস্ব চিত্র

অন্যদিকে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট পরালেন সুন্দরবনের এসপি তথাগত বসু।সুন্দরবনে পথ দুর্ঘটনা কমাতে এমন অভিনব উদ্যোগ।এদিন উপস্থিত ছিলেন কাকদ্বীপ আইসি সুদীপ সিং, হারুড পয়েন্ট কোস্টাল ওসি কৃষ্ণেন্দু বিশ্বাস, ট্রাফিক এস আই শিবশঙ্কর বোস প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here