সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

সেভ ড্রাইভ সেভ লাইভ অভিনব কর্মসুচি নিল সুন্দরবন পুলিশ জেলা।সাগর থানা ও স্কুল পড়ুয়ারা মিলে মঙ্গলবার এক র্যালী করে।জেসি ইন্টারন্যাশনাল স্কুলের শতাধিক পড়ুয়াদের সঙ্গে অনুষ্ঠানে শামিল হন সাগর থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার,ডিএসপি,ওসি সহ স্কুলের ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকারা।

ক্ষুদে পড়ুয়াদের যমালয়ের প্রতীকী চিত্র নাট্য তুলেধরা হয় সাধারন মানুষের উদ্দেশ্যে।যমরাজ তার সাঙ্গপাঙ্গরা কিরুপ করে মৃত্যুর পর তাও তুলে ধরা হয়।

হেলমেট না পরে দুর্ঘনায় মৃত্যু হলে পরিবার পরিজনদের কি রুপ সমস্যা পরতে হয়। সেগুলি তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ

অন্যদিকে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট পরালেন সুন্দরবনের এসপি তথাগত বসু।সুন্দরবনে পথ দুর্ঘটনা কমাতে এমন অভিনব উদ্যোগ।এদিন উপস্থিত ছিলেন কাকদ্বীপ আইসি সুদীপ সিং, হারুড পয়েন্ট কোস্টাল ওসি কৃষ্ণেন্দু বিশ্বাস, ট্রাফিক এস আই শিবশঙ্কর বোস প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584