তারকেশ্বরে শ্রাবণী মেলা শুরু চলবে রাখী পূর্ণিমা পর্যন্ত

0
312

নিজস্ব প্রতিবেদক,তারকেশ্বরঃ

শিবতীর্থ তারকেশ্বরে গুরুপূর্ণিমা থেকে রাখী পূর্ণিমার দিন পর্যন্ত চলে শ্রাবণী মেলা। পুণ্যার্থীরা বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গার জল তুলে ৩২ কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছান তারকেশ্বর।

নিজস্ব চিত্র।

২৩ শে জুলাই সোমবার মেলার প্রথম দিনেই বাবা তারকনাথের ভক্তদের ভিড় আর উৎসাহ ছিল চোখে পড়ার মত । এখন বৈদ্যবাটি – তারকেশ্বরের রাস্তায় কান পাতলে এখন একটাই আওয়াজ ‘ভোলেবাবা পার করেগা’ এবং ‘ব্যোম ভোলে’ ।

নিজস্ব চিত্র।

মন্দিরে যাত্রীদের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। রয়েছে কড়া পুলিশি পাহারা। পাশাপাশি রাস্তায় রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। মন্দির চত্বরে রয়েছে বিশেষ ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি।

নিজস্ব চিত্র।

মন্দিরে ঢোকার মুখে রয়েছে কড়া পুলিশি নজরদারী, ডিটেক্টর চেক, মাইকিং। দর্শনার্থীদের নিরাপত্তায় কোনও দিকেই ঘাটতি রাখা হয়নি। মন্দির লাগোয়া দুধ পুকুরের নিরাপত্তায় রয়েছে সিভিল ডিফেন্স কর্মীরা। পাশাপাশি রয়েছে ২৪ ঘন্টা পানীয় জলের ব্যবস্থা।

নিজস্ব চিত্র।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রয়েছে মেডিক্যাল টিমের ব্যবস্থা। পূর্ব রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে ৮ জোড়া স্পেশাল ট্রেন । সব মিলিয়ে মেলার প্রথম দিনেই জমজমাট মন্দির চত্বর সহ গোটা তারকেশ্বর ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here