নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিয়ে রায়গঞ্জ ষ্টেশনে ফিরল শ্রমিক স্পেশাল ট্রেন। মঙ্গলবার ভোরে প্রায় ২২৬ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে রায়গঞ্জ ষ্টেশনে নামার কথা থাকলেও এদিন রায়গঞ্জ ষ্টেশনে উত্তর দিনাজপুরের প্রায় ৩৬জন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। রায়গঞ্জ ষ্টেশনে তাদের প্রথমে থার্মাল স্ক্রিনিং করার পাশাপাশি তাদের লালারস সংগ্রহ করা হয় বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছে। সেইসঙ্গে এদিন ফিরে আসা প্রত্যেক শ্রমিকদের ঠিকানা ও বাসস্থান সম্পর্কেও পুরো বিবরণ নেওয়া হয়।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অনেকেই ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন বেশকিছু মানুষ । করোনা সংক্রমণের কারণে দেশ জুড়ে চলছে লকডাউন। এর ফলে কর্মহীন হয়ে যাওয়ায় ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার তাদেরকে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে।
আরও পড়ুনঃ ভিনরাজ্য থেকে দেগঙ্গায় ফিরলো পরিযায়ী শ্রমিক
মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ রায়গঞ্জ স্টেশনে ট্রেনটি আসে। ট্রেন দেরিতে আসায় বেশিরভাগ শ্রমিক বিহারের বারসোই ষ্টেশনে নেমে যান বলে জানা গিয়েছে । নির্দিষ্ট বাসে তুলে শ্রমিকদের নিজেদের বাসস্থানে পাঠানো হয়। সেখানেও নামার পর মেডিকেল স্ক্রিনিং করা হবে এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাঁদের শরীরে কিছু সমস্যা দেখা দিলে তবে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে। অন্যথায় তাঁদের হোম কোয়ারানটিন থাকতে বলা হবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584