নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে অবশেষে তৃতীয় শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকলো বাঁকুড়ায়। গত বৃহস্পতিবার গুজরাটের বরোদা থেকে বিশেষ এই শ্রমিক স্পেশাল ট্রেন যাত্রা শুরু করে। রবিবার রাত প্রায় ৯ টা ৪০ নাগাদ তা বাঁকুড়া স্টেশনে পৌঁছায়। এদিন জেলার বিভিন্ন অংশের ৪৬ জন পরিযায়ী শ্রমিক এখানে নামেন।
বাঁকুড়া স্টেশনে নামার পর সমস্ত পরিযায়ী শ্রমিকের থার্মাল টেস্টিং করা হয়। এদিন স্টেশনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, স্বাস্থ্য ও রেল দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ রক্ত সংকট মেটাতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে শিবির
পরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বিশেষ বাসে প্রত্যেককে নিজের নিজের ব্লকে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে পৌঁছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার পর সরকারী কোয়ারেন্টাইন সেন্টারে তাদের রাখা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584