নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মথুরা থেকে শ্রমিক, পর্যটক, পড়ুয়াদের নিয়ে বিশেষ ট্রেন পৌঁছাল বহরমপুর স্টেশনে। শনিবার দুপুরে প্রায় ৫৭০ জন যাত্রী নিয়ে এই ট্রেন পৌঁছোয় স্টেশনে। লকডাউনের কারণে বাংলার বাইরে আটকে পড়েছিল ছাত্র-ছাত্রী ,পর্যটক, তীর্থযাত্রী, ও পরিযায়ী শ্রমিকরা। তাদের নিয়ে বিশেষ ট্রেন এল বহরমপুরে।
এরপর যাত্রীদের বহরমপুর স্টেডিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রেল যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করিয়ে হাইড্রোক্লোরিকুইন ট্যাবলেট দেন। কীভাবে ট্যাবলেট খেতে হবে তার বর্ণনা দিয়ে একটি লিফলেটও দেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন যুবক
তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে ঘরে ফেরা রেলযাত্রীদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বাড়ি পৌঁছে দিতেও বাসের ব্যবস্থা করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584