শ্রীজাতর ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

0
131

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লেখক শ্রীজাত পরিচালনায় এসেছেন- এ কথা আগেই জানিয়েছি। সেই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৃজিত মুখার্জি তাও জানিয়েছে নিউজ ফ্রন্ট। এবার আরও এক চমক হাজির। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘মানবজমিন’-এ গান গাইবেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং।

Shreya Ghosal Arijit Singh
শ্রীজাত-শ্রেয়া-জয়

সম্প্রতি শ্রীজাত তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল। এই দুই বাঙালি মাত করছেন বলিউড। তবে বাংলার প্রতি যে তাঁদের অগাধ টান, তা যেন আরও একবার প্রমাণিত।

Srijato Arijit
শ্রীজাত-অরিজিৎ

শ্রীজাত আরও লেখেন- “একজন সদ্য তার মা’কে হারিয়েছে। আরেকজন মা হয়েছে সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি, ভালবাসার ডাককে ফিরিয়ে দেয়নি। দিলেও কিছু বলবার ছিল না। কিন্তু দেয়নি যে, সেটাই আজকের দুনিয়ায় খবর হওয়া প্রয়োজন।”

নিজের পরিচালিত প্রথম ছবির জন্য গানও লিখছেন শ্রীজাত। সুর দিয়েছেন জয় সরকার। অরিজিৎ আর শ্রেয়াকে মাথায় রেখেই গান দু’টি লিখেছেন শ্রীজাত। শ্রীজাতর কাছ থেকে তাঁর প্রথম ছবিতে গান গাওয়ার প্রস্তাবে খুশি অরিজিৎ।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার সঙ্গে জোট বাঁধছেন শিলাদিত্য, আসছে নতুন বাংলা ছবি ‘রেডিও’

গানের প্রস্তাব পাওয়ার পর অরিজিতের রিয়্যাকশন জানাতে শ্রীজাত তাঁর সোশ্যালে লিখেছেন– ‘‘আমাদের ভাবনার কথা বলতেই গলাটা ঝকমক করে উঠল ওর। ‘কী বলছ কী! আমাকে দিয়ে গাওয়াবে? এটা বিনয় নয়, নিখাদ বিস্ময়। কারণ আর কিছুই নয়, এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’’

সূত্রের খবর, আর শ্রেয়া নাকি বলেই ফেলেছেন শ্রীজাত আর জয়দা (জয় সরকার) একসঙ্গে কাজ করছেন, আর তাতে যদি তাঁকে (শ্রেয়াকে) ডাকা না হত, তিনি বাড়ি এসে (শ্রীজাত-র) ঝগড়া করে যেতেন।

আরও পড়ুনঃ সৃজিতের ‘X=PREM’-এর দৌলতে ফের ফ্লোরে শ্রীকান্ত মান্না, জোরকদমে চলছে মাছ ব্যবসাও

শ্রীজাত লিখেছেন– ‘‘শোনামাত্র প্রায় চেঁচিয়ে উঠল শ্রেয়া, এবং আমি চোখ বন্ধ করে ওর অনুকরনীয় মুখভঙ্গি ও লাফ যুগপৎ দেখতে পেলাম। অল্পে তার সাধ মেটে না কখনওই। পুরো ছবির গপ্পো শুনল টানা অনেকক্ষণ। জানতে চাইলাম, আদৌ তার গলা ধার পাওয়া যাবে কিনা এই গল্পে। গম্ভীর স্বরে বলল, ‘শোনো, তুমি ছবি বানাচ্ছ, আর জয়দা তার মিউজিক করছে। এরপরেও যদি ছবিতে আমার গান না থাকত, আমি বাড়ি গিয়ে অশান্তি করে আসতাম। তুমি আবার আমায় জিগ্যেস করছ?’ এই আন্তরিক বকুনির কাছে হার মানা ছাড়া উপায়ই বা কী।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here