শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও ঋষভ পন্ত- কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল শুরু হওয়া প্রথম টেস্টে ভারত দলে ছিলেন না চার অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে ম্যাচ শুরুর আগের দিনই ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছিলেন, এই চারজনকে তাঁর দল মিস করবে। তবে খুব বেশি দুশ্চিন্তায় নেই তিনি। কারণ, দলে তাঁদের অভাব পূরণ করার মতো ব্যাটসম্যান আছে।
রাহানে কানপুর টেস্টকে তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ হিসেবেও দেখছিলেন। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নামার পর রাহানের সেই আশার প্রতিদান দিতে পারেননি ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। দলের ২১ রানে মাত্র ১৩ রান করে আউট হয়ে ফেরেন তিনি। একটা সময়ে ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। দলের এ অবস্থায় রাহানের আস্থার প্রতিদান দেন শ্রেয়াস আইয়ার। ভারতের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নামা আইয়ার রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আর গতকাল দিন শেষ করেছিলেন অভিষেক টেস্টেই সেঞ্চুরির অপেক্ষা নিয়ে।
আজ দিনের শুরুতে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ১৬ তম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করে অনন্য নজির গড়লেন তিনি। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১০ তম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম এই অনন্য কৃতিত্বের নজির গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বাই এ ইংল্যান্ডের বিপক্ষে এই নজির গড়েন তিনি। লালা অমরনাথ এই ম্যাচে ১১৮ রানের দূর্দান্ত ইনিংস খেলেন।
আরও পড়ুনঃ বহু বিতর্কের পর অ্যাশেজের আগে অধিনায়ক নির্বাচিত হলেন অজি বোলার প্যাট কামিন্স
তবে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড শিখর ধাওয়ানের দখলে। তিনি ২০১৩ সালে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৮৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। শেষবারের মতো পৃথ্বী শ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৪ রানের অভিষেক ইনিংস খেলেছেন। আজ আবার তিন বছর পরে টেস্টে অভিষেক ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার। শেষ পর্যন্ত টিম সাউদির বলে ব্যক্তিগত ১০৫ রানে আউট হন তিনি।
আরও পড়ুনঃ সদ্য প্রকাশিত হল টি-টোয়েন্টির ব্যাটিং ব়্যাঙ্কিং, প্রথম দশ থেকে ছিটকে পড়লেন বিরাট কোহলি
অন্য প্রান্তে জাদেজা গতকাল করেছেন টেস্ট ক্রিকেটে তাঁর ১৭তম ফিফটি। গতকালের ১০০ বলে তাঁর অপরাজিত ৫০ রানের ইনিংসটিতে চার ছিল ৬টি। ফিফটি করার পর নিজস্ব ভঙ্গিতে তলোয়ারের মতো ব্যাট ঘুরিয়ে উদ্যাপন করেছিলেন গুজরাটের এই অলরাউন্ডার। তবে আজ দিনের শুরুতেই সাউদির বলে আউট হয়ে ফিরে যান স্যার রবীন্দ্র জাদেজা। লাঞ্চ ব্রেকের আগে পর্যন্ত ভারতের দলীয় সংগ্রহ ৩৩৯ রান ৮ উইকেটের বিনিময়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584