নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অতীতে অনেক বার স্বার্থের সংঘাত বিতর্কে জড়িয়েছেন সৌরভ। এবার ফের সেই স্বার্থের সংঘাত তাড়া করলো বিসিসিআই সভাপতিকে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ারের মন্তব্যে বিপাকে বোর্ড প্রেসিডেন্ট!
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার পাঞ্জাবের বিরুদ্ধে টসের পর ধারাভাষ্যকার সাইমন ডুলকে বলেন, এবার দিল্লি দল খুব ভাগ্যবান যে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলির মতো মেন্টরদের সাহায্য পেয়েছে! আইয়ারের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
তাহলে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি কি এখনও বকলমে দিল্লি দলের মেন্টর। আগের বছর যা অফিসিয়াল ভাবে ছিলেন। এখানে প্রশ্ন তুলছে বাকি ফ্রাঞ্চাইজিরা একজন বোর্ড সভাপতি হয়ে কীভাবে একটা দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
আরও পড়ুনঃ মিথ ভাঙলো, জয় দিয়ে আইপিএল শুরু বিরাটদের
এর পিছনে যুক্তিও আছে কারণ দিল্লি দলের মালিক জেএসডব্লিউ সংস্থার সঙ্গে ব্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ব্যবসায়িক সম্পর্কে যুক্ত সৌরভ। কিন্তু আয়ারের বক্তব্য অনুযায়ী, সৌরভ গাঙ্গুলি যেন তাদের দলের ইউনিট মেম্বার হিসেবে সাহায্য করেছেন এই বছরও।
আইয়ার যা বলেছেন তা অনেকটা এরকম,” অধিনায়ক হিসেবে ভালো টেম্পারমেন্ট প্রয়োজন হয়। আর এটা আমি কয়েক বছর ধরে অভিজ্ঞতা অর্জন করে চলেছি। যখন আপনার পাশে রিকি পন্টিং এবং সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব থাকেন তখন কাজটা আরও সহজ হয়ে যায় এবং তাঁদেরকে এবারও আমার পাশে পেয়েছি।”
আরও পড়ুনঃ রান আউট নিয়ে ম্যাচ রেফারির কাছে যাচ্ছে পাঞ্জাব
দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্পনসর জেএসডব্লিউ -র টি শার্ট পরে একটি ছবি পোস্ট করে বিপাকে পড়েন সৌরভ। তখন সঞ্জীব গুপ্তা নামে একজন বোর্ডের এথিক্স অফিসারের কাছে সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাত প্রসঙ্গ তুলে অভিযোগ জানান।
যদিও এবারেও ড্রিম ইলেভেন আইপিএলের টাইটেল স্পনসর। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আর এক ফ্যান্টাসি অ্যাপ My11Circle-এর প্রচার চালাচ্ছেন। যা কিন্তু আসলে Dream11-এর পরিপন্থী।
তাছাড়া বোর্ড সভাপতি হিসাবে এইভাবে গেমিং সংস্থা-সহ বিভিন্ন স্পনসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করাটাও নীতি বিরোধী বলে মনে করছে ক্রিকেট মহল। এখন দেখার সৌরভের এই বিতর্ক কত দূর চলে বা লোধা কমিটি থেকে তিনি কোনো নোটিশ পান কিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584