টেলিভিশনে পুজোর ডাবল ধামাকা

0
157

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

চলতি বছরের পুজোয় প্যাণ্ডেলে ঢুকে ঠাকুর দেখার আশায় ইতি টেনে দিল হাইকোর্ট। সুতরাং প্যাণ্ডেলের অন্তঃস্থলে গিয়ে মা ও তাঁর বাহিনীকে কোনওরকমে পেন্নাম ঠুকেই সেলফি বাগানোর আশাতেও পড়ল জল। পরের বারের পুজোতে অংশ নিতে এটুকু করা আবশ্যক তা সচেতন ব্যক্তিরা জানেন প্রত্যেকেই।

Pujo special | newsfront.co

ঘর থেকে বেরিয়ে পুজো দেখার প্ল্যানিং এবার অনেকেরই নেই। তাদের জন্য রয়েছে বিনোদন চ্যানেল। কালারস বাংলা চ্যানেলের তরফে জানানো হয়েছে,পুজোর কদিন দর্শকের জন্য রয়েছে বিশেষ আয়োজন। দর্শকের জন্য পুজোর দুটি অনুষ্ঠান বরাদ্দ করেছে চ্যানেল।

Haimanti Sukla | newsfront.co

‘শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো’ এবং ‘গল্পে গানে পুজোর আড্ডা’ অনুষ্ঠান দুটি সম্প্রচারিত হবে ২২ থেকে ২৬ অক্টোবর। ‘শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো’ সম্প্রচারিত হবে সকাল ১০ টায়।

আরও পড়ুনঃ টিভির পর্দায় সার্বজনীন দুর্গোৎসব

Actress | newsfront.co

Surajit | newsfront.co

‘গল্পে গানে পুজোর আড্ডা’ সম্প্রচারিত হবে বিকেল ৫ টায়। সকাল ১০টার অনুষ্ঠানের হোস্ট রিনি। আর বিকেল ৫ টার অনুষ্ঠানের হোস্ট জোজো।

Singer | newsfront.co

Jojo Mukherjee | newsfront.co

হৈমন্তী শুক্লা, রূপঙ্কর বাগচি, অনীক ধর, রনিতা, সৌপ্তিক, নচিকেতা চক্রবর্তী, ইন্দ্রাণী সেন, স্বাগতা মুখার্জি, দুর্নিবার সাহা সহ আরও অনেকের উপস্থিতি উপভোগ করবেন দর্শক।

আরও পড়ুনঃ এনগেজমেন্ট সারলেন ইমন

Aneek Dey | newsfront.co

Durnibar Saha | newsfront.co

চ্যানেল হেড রাহুল চক্রবর্তী জানান, “এবারের পুজোটা যেহেতু অন্য সব বছরের মতো নয় তাই আমাদের চ্যানেল মানুষের ঘরে বসে আনন্দ পাওয়ার কথা ভেবেছে।আর তাই দুটি রঙিন অনুষ্ঠান হাজির হতে চলেছে। পাশাপাশি জিত এবং মিঠুন চক্রবর্তীর ফ্যানকূলের জন্য রয়েছে সুখবর। সপ্তমী ও অষ্টমীতে তাঁদের অভিনীত ছবি সম্প্রচার করা হবে চ্যানেলে। তা ছাড়াও থাকবে আরও অনেক চমক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here