নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কথায় আছে অভিনেতাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব শিখে রাখতে হয়। লজ্জা পেতে নেই। কখন কী চরিত্র এসে যায় কে বলতে পারে। তখন সেই শেখাটা কাজে দেয়। এই সত্যিটাকে বিশ্বাস করেন ও মেনে চলেন অভিনেতা শ্রীকান্ত মান্না।
আর তাই যখন হাতে রিল লাইফের কোনও কাজ তাঁর হাতে ছিল না তখন রিয়েল লাইফে মাছ ব্যবসার পথে হাঁটেন তিনি। আজও জারি আছে সেই ব্যবসা। পাশাপাশি একে একে কাজ আসতে শুরু করেছে। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘X=PREM’-এ অভিনয় করছেন তিনি।
আর এবার ছোটপর্দায় ফেরত আসছেন অভিনেতা। নিজেই নিউজ ফ্রন্ট-কে জানিয়েছেন সেই কথা। আকাশ আট চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘মেয়েদের ব্রতকথা’। সেখানেই একজন মুচির চরিত্রে ধরা দেবেন তিনি। নাম তার আলি।
আরও পড়ুনঃ মিঠাইকে ছেড়ে কাকে বিয়ে করছে সিড?
ফের ছোটপর্দায় ফিরে আনন্দিত শ্রীকান্ত মান্না। নিউজ ফ্রন্ট-কে তিনি জানান- “মাছের ব্যবসা জারি আছে। থাকবে। করোনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর্থিক কষ্ট কাকে বলে সেই শিক্ষা করোনাই আমায় দিয়েছে। তাই ওই সময়ে দাঁড়িয়ে আমার এবং আমার পরিবারের মুখে অন্ন তুলে দিয়েছে যে ব্যবসা তাকে আমি দূরে সরিয়ে দিতে পারব না কখনও। নিউজ ফ্রন্টের কাছে আমি কৃতজ্ঞ যে আমার লড়াইয়ের কথা তারা সকলের সামনে তুলে ধরেছিল। এরপর থেকেই আমার কাছে অনেক ফোন আসতে শুরু করে৷ আমার লড়াইয়ের কথা সবাই জানতে পারে। এবং আজ আমি আবার নিজের আসল জায়গায় ফিরছি আস্তে আস্তে। ‘মেয়েদের ব্রতকথা’ ধারাবাহিকে একজন মুসলিম মুচির চরিত্রে আছি৷ সত্যিই অন্যরকম একটা চরিত্র। ভাল লাগছে ছোটপর্দায় ফিরে।” এই ধারাবাহিকটির পরিচালনায় আছেন সুমন রায় এবং ক্রিয়েটিভ ডিরেক্টর শৌমিক চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584