সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দক্ষিন ২৪ পরগনার আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেমন্তী চক্রবর্তী মাধ্যমিকের প্রকাশিত ফলাফলে রাজ্য মেধাতালিকায় সম্ভাব্য অষ্টম।
তার প্রাপ্ত নম্বর ৬৮১।খবর পেয়ে আনন্দে মাতলেন আমতলার চক এনায়েত নগরের যৌথ এই চক্রবর্তী পরীবার।পিতা ঝন্টু চক্রবর্তীর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে শ্রেমন্তী।ছোট থেকেই মেধাবী সে।তার সাফল্যের পিছনে রয়েছে বাবা মা শিক্ষক শিক্ষিকা প্রত্যকে বলেই জানাল সে।
বাবা পেশায় বেসরকারি হোমিপ্যাথি সংস্থায় কাজ করেন।মা মহামায়া চক্রবর্তীর সহযোগে আজ এতো বড় সফল্য বলে দাবি তার। পড়াশুনা করত মাত্র কয়েক ঘন্টা।তবে খেলাধূলা পছন্দ করতো না।তার প্রিয় শরৎ সাহিত্য।বড় হয়ে আইএএস হওয়ার ইচ্ছা।
আরও পড়ুনঃ এক নম্বরের জন্য রাজ্য মেধাতালিকা থেকে ছিটকে দার্জিলিঙয়ের প্রথম ঊর্যষী
কিন্তু স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। বাবার সামান্য রোজগারের উপার্জনে স্বপ্ন পূরণে রয়েছে সংশয়।বাবা যথাসাধ্য চেষ্টার অঙ্গীকার করেছেন।পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় রাজনীতিক থেকে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584