শ্যামল রায়,কলকাতাঃ
সাত দিন ধরে কলকাতার ষ্টার থিয়েটার নটী বিনোদিনী প্রদর্শনী মঞ্চে চিত্র প্রদর্শনী,শ্রুতি নাট্য উৎসব ও শ্রুতিবাহার অনুষ্ঠিত হলো।
সাত দিনব্যাপী অনুষ্ঠিত এই শ্রুতি নাট্য উৎসব ও শ্রুতি বাহারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর বাংলাদেশের ওয়াসিম কাপুর।
এই উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় অমিতাভ ভট্টাচার্য সুব্রত রায়চৌধুরী অনিতা গুপ্ত শুভাশীষ ঘোষ ঠাকুর অতনু পাল অশোক চৌধুরী প্রমুখ।শব্দকল্প এর সোনালী চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন যে এই নাট্য উৎসবে প্রখ্যাত চিত্রকর ওয়াসিম কাপুর জানিয়েছেন যে এখানকার চিত্র প্রদর্শনীতে কনিষ্ঠতম চিত্রকর ঈশান চৌধুরী ও শিশির চক্রবর্তী প্রদীপ ভট্টাচার্য্যকে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।উদ্যোক্তাদের দাবি এই ধরনের অনুষ্ঠান পশ্চিমবাংলায় প্রথম অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি মন্দাক্রান্তা সেন সহ অনেকে।আরও জানা গিয়েছে যে সাত দিনের শ্রুতি নাট্য উৎসব ও শ্রুতি বাহারে পঞ্চাশটি নাট্যদল ও সত্তরটি নাটক মঞ্চস্থ হয়।
এই অনুষ্ঠানে যারা যোগদান করেছিলেন পূর্ব বর্ধমান জেলার প্রখ্যাত গবেষক সর্বজিত যশ জানিয়েছেন যে এই ধরনের অনুষ্ঠান খুবই কম অনুষ্ঠিত হয়। এখানে একসঙ্গে যেভাবে শ্রুতি নাট্য উৎসব অনুষ্ঠিত করেছেন উদ্যোক্তরা প্রশংসা করতেই হয়। আগামী দিন এই ধরনের উৎসব আরো হবে তিনি আশায় বুক বেঁধেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584