নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কথা দিয়েছিলেন খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে জিতলেই খড়্গপুর পুরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে আসবেন শুভেন্দু অধিকারী। তাই কথা মতো খড়্গপুরে পীরবাবা দরগাহে চাদর চড়িয়ে পুজো দিলেন এবং পরে খড়্গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানুষকে হাতজোড় করে ধন্যবাদ জানালেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

পরে স্থানীয় একটি ক্লাবকে এলাকার অসুস্থ মানুষদের জন্য একটি অ্যাম্বুলেন্স এবং স্থানীয় একটি স্কুলকে প্রায় ১০ লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। এর পাশাপাশি যে ব্যবসায়ীরা দিলীপ ঘোষকে প্রত্যাখান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারের পাশে দাঁড়িয়েছিল, সেই গোলবাজারের ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া শুনতে গোলবাজারের গুজরাতি মিত্র মন্ডলে উপস্থিত হন তিনি। যে সমস্ত অভিযোগ শুভেন্দু অধিকারীর কাছে ব্যবসায়ীরা রেখেছেন, এক মাসের মধ্যে সেগুলির সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584