মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনায় কাবু গোটা বিশ্ব। স্তব্ধ জনজীবন। গৃহবন্দি হয়েছেন প্রায় সকলেই। ঠিক এরকম এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেল হিতেশ কেওয়াল্যা পরিচালিত ছবি ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’। ১৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবির ডিজিটাল প্রিমিয়ার হয়। এরপর থেকেই অ্যামাজন প্রাইমের সদস্যরা এই বছরের অপ্রচলিত রোমান্টিক কমেডি স্ট্রিম করতে পারবেন। এর আগে ২১ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।
এছাড়াও ছবিটিতে দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, গজরাজ রাও সহ আরও অনেককে। সমকামী প্রেম নিয়েই তৈরি এই ছবির গল্প। একে অপরের ভালোবাসায় দু’জন পুরুষের জীবনকে উপস্থাপন করে, ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ তাদের পরিবারকে তাদের সম্পর্কটি মেনে নেওয়ার জন্য রাজি করানোর লড়াইয়ের চিত্র বর্ণনা করে। তবে বিষয়টা এতটা সহজ নয়।
আরও পড়ুনঃ ধারাবাহিকের সময়ে জনপ্রিয় সিনেমা
তাদের এই অপ্রচলিত ভালোবাসা কি টিকবে? দুই পরিবার কি তাদের এই সম্পর্ককে মেনে নেবে? এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে রয়েছে আয়ুষ্মান অভিনীত ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবিতে। প্রাইম সদস্যরা ২০২০-র এই ব্লকবাস্টারটি বিশ্বব্যাপী দেখতে পাবেন।
অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য আরও একটি সুখবর নিয়ে এল অ্যামাজন প্রাইম। ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ প্রাইম ভিডিও ক্যাটালগে বলিউড এবং হলিউডের হাজার হাজার টিভি শো এবং চলচ্চিত্রগুলিতে যোগ দেবে। এর মধ্যে ভারতীয় প্রযোজিত অ্যামাজন সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘মির্জাপুর’, ‘ইনসাইড এজ’, ‘মেড ইন হেভেন’, ‘টম ক্ল্যান্সি’স জ্যাক রায়ান’, ‘দ্য বয়েজ’, ‘হান্টারস’, ‘ফ্লাইব্যাগ’ এবং ‘দ্য মার্ভেলিয়াস মিসেস মাইসেল’ রয়েছে প্রাইম ভিডিওতে। এই ওয়েব সিরিজগুলি অ্যামাজন প্রাইম সদস্যরা কোনও অতিরিক্ত ব্যায় ছাড়াই পেতে পারেন। পরিষেবাটি হিন্দি, মারাঠী, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড, মালায়ালাম, পাঞ্জাবি এবং বাংলা ভাষায় পাবেন অ্যামাজন প্রাইমের সদস্যরা।
প্রাইম সদস্যরা ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবিটি দেখতে পারবেন স্মার্ট টিভি, মোবাইল ডিভাইস, ফায়ার টিভি, ফায়ার টিভি স্টিক, ফায়ার ট্যাবলেট, অ্যাপল টিভি, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদির জন্য প্রাইম ভিডিও অ্যাপটিতে যেকোনও ডিভাইসে এবং যেকোনো জায়গায়।
‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবিটির সম্পর্কে আয়ুষ্মান খুরানা বলেন, “এই সিনেমাটি আমার হৃদয়ের খুব কছের। বেশ কিছুদিন হয়েছে সমকামী প্রেমকে অনপরাধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি বিশ্বাস করি যে, সমাজের এই বিষয়টা গ্রহণ করতে সময় লাগবে। আর সেই কারণে আমাদের এখনও অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।
শুভ মঙ্গল জ্যাদা সাবধান ভারতে বিদ্যমান সমকামীতার বাস্তবতাকে হালকাভাবে উপস্থাপন করে এবং এই ধরনের অপ্রচলিত গল্পকে সামনে আনারও একটি প্রয়াস করে এই ছবি। শিল্প এবং সিনেমা, আমার মতে, মানসিকতা পরিবর্তন করতে অনেক কিছু করতে পারে।
এটাই আমাদের উদ্দেশ্য ছিল, শুভ মঙ্গল জ্যাদা সাবধান-এর সাথে সমগ্র ভারতে সমকামী প্রেমের বিষয়টি পৌঁছে দেওয়া। আমি এর একটি অংশ হতে পেরে আনন্দিত। অ্যামাজন প্রাইম ভিডিওতে চলচ্চিত্রটির ডিজিটাল প্রিমিয়ার হয়েছে। এবার এটি বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584