শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
শনিবার নন্দীগ্রামের তেরপেখ্যা বাজারের কাছে গুলিবিদ্ধ হয়েছেন তৃনমূলের অঞ্চল সভাপতি সেখ রুকুমুদ্দিন।রবিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন,ওই নেতাকে সিকিউরিটি দেওয়া হয়েছিল।সেই সিকিউরিটি প্রত্যাহারের পরেই দুষ্কৃতীরা গুলি চালাল।কিন্তু কেন জেলা পুলিশ ওই নেতার সিকিউরিটি প্রত্যাহার করল সে বিষয়েই প্রশ্ন তুলেছেন খোদ পরিবহনমন্ত্রী। গোটা ঘটনায় জেলা পুলিশের কাছে খোঁজখবর নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গতঃ বছর তিনেক আগে এই তেরপেখ্যা বাজারের কাছেই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন তৃনমূল নেতা সমর মাইতি। সেই ঘটনার পরেই সেক রুকুমুদ্দিনকে পুলিশ সিকিউরিটি দেওয়া হয়েছিল বলে দাবী জানিয়েছেন পরিবহনমন্ত্রী।কিন্তু সম্প্রতি হঠাৎ করেই জেলা পুলিশ রুকুমুদ্দিনের সঙ্গে থাকা সিকিউরিটি তুলে নিয়েছে। আর তারপরেই দুষ্কৃতীরা তাঁকে গুলি ছুঁড়ে মারার চেষ্টা করল। এই গোটা ঘটনায় জেলা পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবী, নন্দীগ্রামে তৃনমূল ছাড়া অন্য কোনও দল নেই। তবে সমর মাইতির ওপরে যারা হামলা চালিয়েছিল তাঁদের মধ্যে কয়েকজন দুষ্কৃতী এখনও বাইরে রয়েছে। সেই দুষ্কৃতীরাই এই কান্ডটি ঘটিয়েছে বলে দাবী করেছেন পরিবহনমন্ত্রী।তৃনমূল ওই নেতার পরিবারের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রুকুমুদ্দিনবাবু তৃণমূলের সৈনিক।কিন্তু সমরবাবু মারা যাওয়ার পর থেকেই ওনার প্রাণ হানির আশঙ্কা থেকেই পুলিশ সুরক্ষা দেওয়া হয়েছিল। কি কারনে তা প্রত্যাহার হল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তবে এই মুহূর্তে অপারেশান করে রুকুমুদ্দিনবাবুর শরীর থেকে গুলি বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন শুভেন্দুবাবু।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গার দীনবন্ধু পল্লী এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584