নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভদ্র হয়ে কাজ করুন না হলে ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে,তপন ঘোষের যা হয়েছে,শুকুর আলীর যা হয়েছে,আপনাদের তাই হবে।পশ্চিম মেদিনীপুর জেলার ধাদিকাতে সভা করতে এসে এমনই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন,যারা লাল রং থেকে গেরুয়া রং হয়েছেন তাঁরা চোখ রাঙ্গানিটা একটু কম করুন,তা না হলে তপন, সুকুরের যা হয়েছে আগামী দিনে আপনাদেরও তাই হবে।
অন্য দিকে কাটমানির বিরুদ্ধে তিনি বলেন,যা অভিযোগ হবে আরটিআই করেতে হবে,সেটি না করে জল বন্ধ হাট বন্ধ দোকান বন্ধ এই সব করছেন বেশি বন্ধ করতে যাবেন না শেষকালে আপনাদেরই বন্ধ হয়ে যাবে এমনই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
বিগত বাম আমলে অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল তৃণমূল কর্মীদের,সেই সাপেক্ষে শুভেন্দু অধিকারী বলেন এ রকম ভয়ানক কাজ করেও তৃণমূলকে আটকানো যায়নি আমি নন্দীগ্রামের আন্দোলনের স্পেশাল ডক্টরেট পাশ করে আছি ফলে আমাকে ধমকানি,চমকানি চোখরাঙানি করবেন না,শুনে রাখুন বাংলার পুলিশমন্ত্রী এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চিনি হার্মাদ গুলোকে ভালোভাবে অতএব শুনে রাখুন বিরোধী দল করতে দেওয়া যাবে না ডেপুটেশনে নাম করে পঞ্চায়েতে অফিসে হামলা চলবে না।
গণতন্ত্র হিসেবে রাজনীতি করুন এমনই উক্তি করেন পরিবহন মন্ত্রী।
আগে পূর্ব মেদিনীপুর জেলার লক্ষণ শেঠের নাম করলেই থরথর করে কাঁপত মানুষ,তাঁকে ২০০৯ সালে ভোটে এক লক্ষ কুড়ি হাজার ভোটে প্রাক্তন করে দিয়েছি।অন্য দিকে বাঘ আর গরুতে একসঙ্গে নাকি জল খায় তাঁর নাম নাকি সুশান্ত ঘোষ তিনি এখন কোথায় “ভোকাট্টা” এমনই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
গত লোকসভা ভোটের গড়বেতা বিধানসভায় বিজেপি ভাল ফল করায়,অনেকটাই দমে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এই সময় অনেকটাই অক্সিজেন পেল বলে মতামত রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুনঃ ১২ দফা দাবিতে বিজেপির ডেপুটেশন প্রদান বিডিওকে
অন্য দিকে বিজেপির জেলা সম্পাদক মদন রুইদাস বলেন, শুভেন্দুবাবু বাইরের লোক যাকে আমরা কাগজে বাঘ হিসেবে চিনি।উনি যে সব কথা বলছেন তাঁর কথা উনার গলায় মানায় না,আমরা গণতন্ত্রকে বিশ্বাস করে মানুষ এর যোগ্য জবাব দেবে।
এদিন এই সভাতে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী জেলা সভাপতি অজিত মাইতি,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ একাধিক ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584