কেশিয়াড়িতে কর্মী সভা শুভেন্দুর

0
66

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

shuvendu worker meeting at kesariya
কর্মী সভা।নিজস্ব চিত্র
shuvendu worker metting at kesariya
সভা শেষে।নিজস্ব চিত্র

রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সাংগঠনিক বৈঠক করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।গত ভোটের তৃণমূলের পরাজয় হয় কেশিয়াড়ি ব্লকে।এরপর তৃণমূলের শীর্ষ নেতৃত্বে কথা মতন দলের অনেক কিছুই পরিবর্তন ঘটে কেশিয়াড়িতে।কিছুদিন আগে কেশিয়াড়ির প্রশাসনিক সভাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেইখানে কেশিয়াড়ি ব্লকের দিকে নজর দেওয়ার জন্য দায়িত্ব দেন পূর্ব মেদনীপুরের তৃণমূলের লড়াকু সৈনিক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই পরেই কেশিয়াড়িতে পাল্টা সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তার সভা থেকে তিনি তৃণমূলকে তুলোধোনা করেন।সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ও বিভিন্ন অপ্রীতিকর কথাবার্তা বলেন।এর পরে কেশিয়াড়ি পুলিশ প্রশাসন দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে যা এখনও বিচারাধীন।এরই মাঝে কেশিয়াড়িতে পুনরায় তৃণমূল তাদের ঘাঁটি শক্ত করতে শীর্ষ নেতৃত্বে কথা মতন সাংগঠনিক বৈঠকে করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।কেশিয়াড়ি ব্লকের তৃণমূলের আগামী কর্মসূচি কি হবে,সেই সঙ্গে ব্লককে আবার পুনরায় বিজেপির হাত থেকে সরিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত কিভাবে করা যাবে ও এর জন্য পরবর্তী রণকৌশল কি তৈরি করা যেতে পারে তাই এদিন আলোচনার বিষয় বলে সূত্রের খবর।রবিবার কেশিয়াড়ির রবীন্দ্র অডিটোরিয়াম হলে এই সভার আয়োজন করা হয়।সকাল থেকেই ছিল সাজো সাজো রব, পুলিশী প্রহরা ও ছিল বেশ আঁটোসাটো।তবে একথা সুস্পষ্ট কেশিয়াড়ি ব্লক এ তৃণমূল তাদের নিজেদের জায়গাটিকে আবার পুনরায় নিজেদের হস্তগত করার জন্য রণকৌশল তৈরি করছে।যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সভার পরেই কেশিয়াড়িতে নিজ সভা থেকে জানিয়ে দিয়েছেন কেশিয়ারি ব্লকে তৃণমূল আর উঠে দাঁড়াতে পারবে না।তৃণমূলের লোকেরা এলাকা দখল করতে এলে বিজেপির লোকেরা বুঝে নেবে।এখন দেখার পরবর্তী পদক্ষেপ কি হয় এবং কেশিয়াড়ি ব্লকে বিজেপিকে হাটিয়ে পুনরায় তৃণমূলের অস্তিত্ব ফিরে আসে কিনা।এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী,জেলা সভাপতি অজিত মাইতি,কেশিয়াড়ি ব্লকের জেলা পরিষদের প্রার্থী মামনি মান্ডি,দিনেন রায়,নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ কেশিয়াড়ি ব্লকের তৃণমূল নেতৃত্বরা।

shuvendu worker metting at kesariya
সাংগঠনিক সভায়।নিজস্ব চিত্র

আরও পড়ুন: জেলা নেতাদের উপর গোঁসা করে পদত্যাগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here