নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দিল্লি পুলিশের এক এসআই তাঁর সহকর্মীকে নির্মমভাবে গুলি করে হত্যা করার অপরাধে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির পুলিশ মহলে। ঘটনা আরও চাঞ্চল্যকর জায়গায় পৌঁছায় যখন ওই এসআই নিজেও আত্মহত্যা করেন।
শোনা যাচ্ছে, প্রেমে প্রত্যাখ্যান পেয়েই এই কাণ্ড ঘটিয়েছেন ওই এসআই। জানা গেছে, উত্তর-পশ্চিম দিল্লির রোহিনী মেট্রো স্টেশনের সাব ইন্সপেক্টর প্রীতি অহলাটকে লক্ষ্য করে গুলি চালান তাঁরই সহকর্মী দীপাংশু রাঠি। পরে জানা যায়, দিল্লির রোহিনী অঞ্চলে একই ভাড়া বাড়িতে থাকতেন প্রীতি ও অভিযুক্ত দীপাংশু। দু’জনেই ২০১৮ ব্যাচের স্নাতক।
জানা গেছে, দিল্লি পুলিশের কর্মী দীপাংশু অনেকদিন ধরেই সহকর্মী প্রীতির প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছিলেন। কিছুদিন আগে সেই অনুভূতির পরিণতি দিতে প্রীতিকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি প্রীতি অহলাট। সেই প্রত্যাখ্যানই দীপাংশুর মনে জন্ম দেয় ক্ষোভ ও প্রতিহিংসার। সেই কারণেই তাকে গুলি করে হত্যা করেন বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ দীপাংশু নিজের কাজ সেরে বাড়ি ফেরার সময় প্রীতির উপর হামলা চালান। মেট্রো থেকে নেমে পায়ে হেঁটেই ফিরছিলেন প্রীতি, সেই সময়ই দীপাংশু তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান।
পুলিশ সূত্রে খবর, মাথায় তিনটি গুলি লাগার ফলেই মৃত্যু হয় প্রীতির। এরপর যদিও নিজে আত্মহত্যা করেন দীপাংশু। সূত্রের খবর, ইতিমধ্যে প্রীতির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584