ইফতারের খাবার গ্রহনের পর অসুস্থ

0
89

নিজস্ব সংবাদদাতা,কালিয়াগঞ্জঃ

ইফতারের অনুষ্ঠানে খাবার খেয়ে একই গ্রামের অসুস্থ হল চার শিশু সহ ত্রিশজন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক সূত্রে জানা যায়, রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ২ নং ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধীন রাম কৃষ্ণপুর গ্রামে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গ্রামের মানুষদের নিমন্ত্রন ছিল। সোমবার দুপুর থেকেই গ্রামের লোকেদের শারীরিক আবস্থার অবনতি শুরু করে। গ্রামের মানুষদের বমি পায়খানা ও জ্বর আসে। নিজেরাই প্রাথমিক চিকিৎসা করলেও কোন কাজ না হওয়ায় সোমবার রাত থেকে অসুস্থদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখন পর্যন্ত চারজন শিশু সহ প্রায় ত্রিশজনকে ভর্তি করানো হয়ে।

ইফতার খেয়ে অসুস্থরা ভর্তি হাসপাতালে।নিজস্ব চিত্র

তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা যায় তাদের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। খবর পেয়ে হাসপাতালে অসুস্থদের সাথে দেখা করতে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য। এদিকে এই ইফতার অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী হাসিনা বেগম। সে কালিয়াগঞ্জ কলেজের ছাত্রী তার পরীক্ষার আসন্ন।পরীক্ষাকেন্দ্র ইটাহার কলেজ। জানা যায় শারীরিক অবস্থা ভালো না হলে তাকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, ইফতার অনুষ্ঠান বাড়িত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে রামকৃষ্ণ পুর গ্রামের ত্রিশজন। তারা সকলেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here