নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

হরিনাম সংকীর্তনে অন্নভোগ খেয়ে অসুস্থ শতাধিক।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ডের কামারপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিনামের উপলক্ষে শতাধিক এলাকাবাসীকে খাওয়ানো হয়েছিল প্রসাদ।আর প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে এক এক করে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার গ্রামের হরিনাম উপলক্ষে অন্নভোগ রান্না করা হয়।আর সেই অন্নভোগ খাবার পরে বুধবার সকাল থেকে এক এক করে পায়খানা বমি নিয়ে ভর্তি হতে থাকে ক্ষীরপাই গ্রামীণ হসপাতালে।বর্তমানে তা গিয়ে দাঁড়ায় দেড় শতাধিক।
ঘটনার খবর পেয়ে দ্রুত স্বাস্থ্য দপ্তরের টিম যায় কামার পাড়া এলাকায়।
হাসপাতাল সূত্রে খবর প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খাবার থেকে বিষক্রিয়া হয়েছে।বুধবার দুপুর থেকে এক এক করে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় দুই শত জনের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।এরমধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তারা ভর্তি রয়েছে হাসপাতাল।
আরও পড়ুনঃ অব্যাহত তোর্সা বাঁধের ভাঙন, ঝুঁকির মুখে জলদাপাড়া অভয়ারণ্যের বন্যপ্রাণ
বৃহস্পতিবার রাত থেকে অসুস্থদের ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন,এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584