পিয়ালী দাস,বীরভূমঃ
লক্ষ্মী পূজোর প্রসাদের বাসী খিচুরী খেয়ে অসুস্থ ৬০ জন গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত কালিকাপুর গ্রামে,গ্রামে লক্ষ্মীপুজো রীতি মেনে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ।গত বুধবার সন্ধ্যায় এই গ্রামে খাওয়ানো হয়েছিল খিচুড়ি ভোগ,গ্রামের প্রায় সকল গ্রামবাসী খেয়েছিল ভোগের খিচুড়ি,যদিও বুধবার সন্ধ্যায় খিচুড়ি ভোগ খাওয়ার পর কেউই অসুস্থ হয়নি কিন্তু বুধবার যারা মায়ের প্রসাদ বাড়ি নিয়ে গিয়েছিল তাদের অনেকেই সেই প্রসাদ খেয়ে ছিল বৃহস্পতিবার সকাল বেলা, আর প্রসাদ খেতেই অসুস্থ হয়ে পড়ে প্রায় ৬০ জন গ্রামবাসী।
হাসপাতালে ভর্তি হয় প্রায় ৩৫ জন,তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে,পরে অবস্থার অবনতি হলে তাদেরকে নিয়ে আসা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।এখন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি জন গ্রামবাসী।এদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা ও রয়েছে।গ্রামের বাসিন্দা চৈতালি দাস জানান,বৃহস্পতিবার সকালে খিচুরী খাবার পর আচমকাই বমি শুরু হয়,পরে খবর পাই গ্রামের অনেকের একই ভাবে বমি হচ্ছে। সিউড়ী সদর হাসপাতালের এক ডাক্তার জানান, কোন ভাবে খিচুরি খারাপ হয়ে গিয়েছিল, বুঝতে না পেরে খাওয়াতেই এই বিপত্তি হয়েছে।
আরও পড়ুনঃ স্বচ্ছতা মিশন নাকি অবৈধ শৌচালয়ের উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584