শ্যামল রায়,কালনাঃ
মিড ডে মিল এর খাবার খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয় এর ৬৩জন পড়ুয়া ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ে।এরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার দুপুর নাগাদ আরো বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে ভর্তি হয়েছে বলে খবর মিলেছে হাসপাতাল সূত্রে।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি খুব যত্ন সহকারে অসুস্থদের চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে ভয়ের কোন কারণ নেই।খবরটি জানিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই।ঘটনাটি বাঘনাপাড়া বগলাদর্শ প্রাথমিক বিদ্যালয়ের।
মিড ডে মিল এর খাবার খেয়ে অসুস্থ হয়েছেন পড়ুয়ারা।বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিশ চৌধুরী জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছে গত ৮ জানুয়ারি মিড ডে মিল এর খাবার খাওয়ার পর থেকে।তিনি জানিয়েছেন যে ৮ তারিখের মিড ডে মিল এর খাবার ছিল ৫ ধরনের সবজি দিয়ে তরকারি আর সাদা ভাত।বুধবার সন্ধ্যা থেকে ওই পড়ুয়ারা অসুস্থ বোধ করে এবং সকলকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরো অনেকেই ভর্তি হয়েছে।এখন পর্যন্ত ভর্তি সংখ্যা ৬৩ জন পড়ুয়া।প্রীতিশ চৌধুরি জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধের মধ্যে কয়েকজন সুস্থ হওয়ায় ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে পড়ুয়াদের।
মিড ডে মিলের পরিকাঠামো যথেষ্ট উন্নত মানের বলে দাবি প্রধান শিক্ষকের।এই ধরনের ঘটনায় তিনি হতবাক,তবে তিনি চাইছেন দ্রুত পড়ুয়ারা যাতে সুস্থ হয়ে ফের স্কুলে আসে।
বৃহস্পতিবার খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।অসুস্থ রোগীদের দেখতে ছুটে এসেছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ, এসেছিলেন বিদ্যালয় সংসদের সভাপতি পুলক চক্রবর্তী,অবর বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ জানান স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু,পৌরসভা চেয়ারম্যান দেবব্রত বাগ সহ অনেকে।তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিশ চৌধুরী জানিয়েছেন যে তাদের বিদ্যালয় এর ছাত্র ছাত্রী সংখ্যা ১৫৬জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে মোট পাঁচজন।এই ঘটনাকে কেন্দ্র করে মিড ডে মিলের খাবার নিয়ে স্থানীয় অভিভাবকরা অনেকেই চিন্তিত বলে খবর।
তবে অভিভাবক অভিভাবিকা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে মিড ডে মিল এর খাবার নিয়ে কোন অভিযোগ তাদের নেই তবে এই ধরনের ঘটনা কেন ঘটল তারা নিজেরাও ভীষণভাবে চিন্তিত ।
আরও পড়ুনঃ গাড়িতে চাপতে না দেওয়ায় যুবককে মারধর করল তিন মদ্যপ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584