মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন তৃনমূল কংগ্রেসের এক মহিলা কর্মী।অসুস্থ ওই তৃনমূল কর্মীর নাম লক্ষ্মী দাস। তার বাড়ি কোচবিহার ২ নং ব্লকের ঢাংঢিংগুড়ি অঞ্চলের ধরমাবাড়ির কুঠি এলাকায়। তাকে কোচবিহার এমজেনএন মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে,আজ কোচবিহারের রাসমেলা ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে আসেন লক্ষ্মী দাস।মুখ্যমন্ত্রী আসার আগে অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে রাসমেলা মাঠে জনসভায় এসে পৌঁছান তিনি।জানা গিয়েছে,এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যখন রাসমেলা ময়দান এলাকায় এসে পৌঁছায় তার ৫ মিনিট আগে তিনি মাঠে অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর
এরপর তৃণমূল কর্মীরা তাকে তাড়াতাড়ি কোচবিহার এমজেনএন মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584