মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ২৯ জন স্কুল পড়ুয়া

0
87

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২৯ জন স্কুল পড়ুয়া। ঘটনাটি মেদিনীপুর শহরের কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতনের৷ অন্যান্য দিনের মতন আজও স্কুলে মিড ডে মিলে রান্না করা খাবার খেতে দেওয়া হয় পড়ুয়াদের৷ আর সেই খাবার খাওয়ার পরেই বিপত্তি বলে অভিযোগ৷

নিজস্ব চিত্র

এক ছাত্রীর পাতে পাওয়া যায় একটি আস্ত মরা টিকটিকি৷ সেই টিকটিকি স্কুলের প্রধাণ শিক্ষককে দেখালে তিনি মানতে নারাজ হন যে ওটা টিকটিকি৷ তার পর প্রধাণ শিক্ষক সেই খাবার সরিয়ে দেন৷ কিন্তু তাতে কি, ইতিমধ্যেই সেই খাবার খেয়ে ফেলে প্রায় সকলে৷ একের পর এক পড়ুয়ার বমি করতে শুরু করে ৷ ২৯ জন পড়ুয়াকে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকেরা৷

অন্যদিকে স্কুলের শিক্ষকদের ক্লাস রুমে আটক করে রাখে অভিভাবকরা৷ খবর দেওয়া হয় কোতয়ালী থানায়৷ অভিভাবকদের অভিযোগ স্কুলের রান্না ঘর ঠিক নেই৷ নোংরা আবর্জনায় ভর্তি৷

নিজস্ব চিত্র

স্কুলের প্রধাণ শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তোলেন তারা৷ অন্যদিকে স্কুলের পড়ুয়ারা জানায় যে মাস্টারমশায়রা টিকটিকি সরিয়ে দেন, ধাক্কাধাক্কিতে পরিনত হয় পরিস্থিতি৷ পরে কোতয়ালী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷

আরও পড়ুনঃ চিকিৎসকদের তৎপরতায় নজির গড়লো শালবনি হাসপাতাল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here