বদরুল আলম, কোলকাতা:
আজ কোলকাতার মহাজাতি সদনে তিন তালাক প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল । এই আলোচনা সভার আয়োজন করে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখা । জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার ডাকা আলোচনা সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী , পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইণ্তাজ আলি শাহ , মৌলানা মঞ্জুর আলম, মুফতি আব্দুস সালাম সহ আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী তিন তালাক এর ব্যাপারে সুপ্রিমকোর্টের রায়ের তীব্র বিরোধিতা করেন । তিনি বলেন আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ইসলামের যে আইন প্রণয়ন করে গেছেন হযরত মহম্মদ (সাঃ) তাতে কিছু যোগ ও করা যাবে না আর কিছু বিয়োগ ও করা যাবে না । তিনি আরোও বলেন তালাক অসাংবিধানিক নয় , এটা আমাদের মৌলিক অধিকার । আমাদের এই মৌলিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না । আমরা অভিন্ন দেওয়ানি বিধির প্রচেষ্টা সর্বতোভাবে ব্যর্থ করব ।
সারা রাজ্য থেকে জমিয়তে উলামায়ে হিন্দের প্রচুর প্রতিনিধি এই সভায় যোগ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584