পিয়ালী দাস, বীরভূমঃ
গ্রন্থাগারে শূন্যপদ নিয়োগে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে সরকারি বৈঠকে এসে জানালেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাশাপাশি জেলাতে ভ্রাম্যমান গ্রন্থাগার করা হবে এবং জেলা গ্রন্থাগারে ডাব্লিউ বি সি এস পরীক্ষার ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং দেওয়া হবে বলে তিনি জানালেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রন্থাগারে নিয়োগ হয়নি। ফলে কর্মী অবসর গ্রহণ করলেও নতুন কর্মী না আসায় সমস্যায় গ্রন্থাগার গুলি। এক জন গ্রন্থাগারিককে দুই থেকে তিনটি গ্রন্থাগারে পর্যন্ত দায়িত্ব নিতে হচ্ছে বর্তমানে। বীরভূম জেলায় ২৭৬ টি গ্রন্থাগারিকের পদ থাকলেও বর্তমানে সেই কর্মী ১১৪ জন অর্থাৎ এই জেলাতেই ১৬২ টি শূন্য পদ খালি গ্রন্থাগারিকের এবং রাজ্যে সেই শূন্য পদ হল ৩২০০ টি। সেই ঘাটতি মেটাতে জন শিক্ষা ও গ্রন্থাগার দপ্তর চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে। আট হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, কর্মী সংকট মেটাতে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের ভাবনা শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। উত্তরবঙ্গ আমরা ভ্রাম্যমান গ্রন্থাগার চালু করেছি। বীরভূম জেলা তে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে ।পাঠকের কাছেই সরাসরি বই চলে যাবে এবার। এর সঙ্গে সিউড়ির জেলা গ্রন্থাগারে ডাব্লিউ বি সি এস পরীক্ষার বিনামূল্যে কোচিং দেওয়া হবে ছাত্রছাত্রীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584