নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কনীনিকা বন্দোপাধ্যায়ের চুল কেটে দিলেন সিধু। এহেন দৃশ্য দেখে কেউ চমকে না উঠে পারে? এক সেলেব স্টেটাসধারী কিনা চুল কাটছেন অন্য সেলেবের? ভাবা যায়?
পূর্ণ দাস রোডের ‘বেলে কার্লস’ এ উপস্থিত সকলে এই বিরল মুহূর্ত দেখে সত্যিই বুঝে উঠতে পারছিলেন না আসলে হচ্ছেটা কী! চুল কাটছেন সিধু, হাতে লম্বা কাঁচি, চেয়ারে বসে আছেন কনীনিকা। আর তাঁর চুল কাটছেন সিধু।…
দুজনই খুব ভাল বন্ধু কিন্তু এরকম এক মুহূর্তের যে সাক্ষী হতে হবে চুল কাটতে এসে অনেকেই হয়তো ভাবেননি। শুধু কি তাই? এর পর সিধুর চুল ব্লোয়ার দিয়ে শুকিয়ে দিলেন কনীনিকা। চুলের কিছুটা কালারও করলেন সিধু। সেলুনে এসে লোকে নিজেদের প্রয়োজন ভুলে দেখতে লাগলেন এমন চমক ভরা দৃশ্যগুলি। নিজেদের ফোনে তুলে রাখলেন ছবি। এহেন কাণ্ডকারখানা দেখে সবাই বেশ মজা পেলেন।
আরও পড়ুনঃ সম্পন্ন ‘ফ্যাশন ফিয়েস্তা সিজন – ৩’
সুদীপ্তা দত্ত,বেলে কার্লস এর সর্বময় কর্তী জানালেন- “আসলে এই সেলুনের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ। সেখানে এসে দুই বন্ধুর এমন সারপ্রাইজিং কাণ্ডকারখানা দেখে উপস্থিত সবাই বেশ খুশি কিছুটা হতবাকও বটে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584