ক্ষুদিরাম, সিধো-কানহোর জীবন কাহিনীতে বুঁদ ঝাড়গ্রাম

0
65

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

Sidhu-Kanha's life story Bhenda Jhargram
নিজস্ব চিত্র

অন্ধকার মঞ্চ থেকে ছিটকে আসছে আলো। তার ভিতরেই ফুটে উঠছে দু’টি অবয়ব— তির,ধনুক হাতে বলিষ্ঠ দুই যুবক।সিধু, কানহোর জীবন নিয়ে আট মিনিটের প্রদর্শন। আর আছে ক্ষুদিরাম বসুর জীবনী।তাও আট মিনিটের।তাতেই আপ্লুত ঝাড়গ্রামের আট থেকে আশি।এবারো জঙ্গলমহল উৎসবে আয়োজন করা হয়েছে লেজার-শোয়ের। চেয়ারম্যান সুকুমার হাঁসদার উদ্যোগে ওই লেজার শো-র পরিকল্পনা।২৪ জানুয়ারী থেকে ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী স্কুল মাঠে শুরু হয়েছে জঙ্গলমহল উৎসব। চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত।এ বার উৎসবের বিশেষ আকর্ষণ এই লেজার-শো।

আরও পড়ুন: ফুটবল কার্নিভাল উদ্বোধনে সুন্দরবন উন্নয়নমন্ত্রী

আলোর কারসাজিতে ফুটে উঠবে সিধো-কানহো এবং ক্ষুদিরাম বসুর সংক্ষিপ্ত জীবনী।পর্ষদের চেয়ারম্যান ও ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা বলেন, ‘‘স্বাধীনতা যোদ্ধাদের সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতেই এই উদ্যোগ। সংক্ষেপে দেশপ্রেমের ইতিহাস বিবৃত করা বেশ কঠিন কাজ ছিল। সাধ্যমতো চেষ্টা করে স্ক্রিপ্ট তৈরি করেছি।’’ উপস্থাপনাকে আকর্ষণীয় করে তুলতে ক্ষুদিরাম বসুর শো-তে ব্যবহার করা হয়েছে লতা মঙ্গেশকরের সাড়া জাগানো গান,‘একবার বিদায় দে মা ঘুরে আসি’।তেমনই সিধো-কানহোর শো-এ রয়েছে ঐতিহ্য বাহী সাঁওতাল বিদ্রোহের আবেগঘন বিবরণ।শো দেখে আপ্লুত আট থেকে আশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here