বিচিত্র সাইকেল বানিয়ে তাক লাগালেন চোপড়ার সিবেল মিনজ

0
53

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

এই আজব পৃথিবীর মানুষগুলোও আজব প্রকৃতির। মানুষ নিত্য নতুন বিচিত্র সব ঘটনা ঘটায় পৃথিবীতে। তার মধ্যে কিছু ঘটনা হাস্যকর আবার কিছু অবাক করার মতো। সেরকমই সাইকেল থেকে মোটর সাইকেল হয়ে ওঠার এক ঘটনা অবাক করেছে জনগণকে।

siebel minaj | newsfront.co
সিবেল মিনজ, সাইকেল প্রেমী। নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সীমান্ত এলাকার চা বাগানে বাস করেন এক বিচিত্র সাইকেলপ্রেমী। সিবেল মিনজ(৩৫) নামের এক আদিবাসী যুবক পেশায় চা শ্রমিক। দেবীঝোড়া চা বাগানের আদিবাসী মহল্লায় তার বাড়ি। এলাকায় সবাই তাকে সাইকেলপ্রেমী হিসাবেই চেনে।

siebel mina | newsfront.co
সিবেলের নিজের হাতে বানানো সাইকেল। নিজস্ব চিত্র

তার সাইকেলের দাম বড় জোর আটশো থেকে এক হাজার টাকা। কিন্তু এই সস্তা পুরনো সাইকেলটিকে সে এমনভাবে সাজিয়েছে যে, যে কোনও মানুষ সাইকেলটি দেখলে অবাক হতে বাধ্য। এই সাইকেলের সামনে মোটর সাইকেলের হেড লাগানো।

আরও পড়ুনঃ রামনগরে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠান

আছে মোটর সাইকেলের হেড লাইটও। সামনে-পিছনে আছে সাইড ইন্ডিকেটর। সাথে সামনে-পিছনে একটি নম্বর প্লেট লাগানো আছে, যাতে লেখা অল ইন্ডিয়া ১৯৪৭।

এখানেই শেষ নয়। আছে জলের বোতল রাখার ব্যবস্থা। রয়েছে মোটর সাইকেলের সিট। এই সাইকেলে চেপে সিবেল পাড়ি দেন ৩০-৪০ কিলোমিটার পথ। পথে যেখানেই দাঁড়ান, তার বিচিত্র সাইকেল দেখতে পথ চলতি মানুষের ভিড় জমে যায়। অনেকে খুশি হয়ে তাকে চা বিস্কুটও খাওয়ায়। আবার অনেকে মজা করে তাকে জিজ্ঞেস করে সে এই সাইকেল বিক্রি করবে নাকি।

সিবেল সব কিছুর জবাব দিলেও তার প্রিয় সাইকেল বিক্রির কথা কেউ বললে বিরক্ত হয়ে সে হাতজোড় করে বলে, ‘চাচা মুঝে সব কুছ পুছো, লেকিন মেরা সাইকেল খরিদনে কি বাত মাত বোলো।’ আবার অনেকে মজা করে বলেন, তুমি আমার বাইক নিয়ে নাও, বদলে তোমার সাইকেল দিয়ে যাও। এই ধরনের কথা শোনার পর সাইকেল প্রেমী সিবেল বাড়তি বার্তালাপে না জড়িয়ে এরকম জায়গা থেকে কেটে পড়াই শ্রেয় মনে করেন।

আরও পড়ুনঃ দুধের স্বাদ ঘোলে মেটাতে ফুটবল ছেড়ে ধাপাসবল খেলার আয়োজন

কিছুদিন বাদে বাদেই সিবেল এই বিচিত্র সাইকেলে নতুন নতুন বদল আনতে থাকেন। সাইকেলের খরচ জোগাড় করতে চা বাগানের শিশুদের টিউশন পড়ান। এতে যা রোজগার হয় তা দিয়ে সাইকেলের হুলিয়া বদলে ফেলেন।

চোপড়ার মাঝিয়ালী অঞ্চলের এই বিচিত্র সাইকেল প্রেমীর নাম এখন গোটা চোপড়ায় ছড়িয়ে পড়েছে। সকলের চোখে দেবীঝোড়ার চা শ্রমিক মহল্লার সিবেল এখন বিচিত্র সাইকেল প্রেমী। তিনি সাইকেল নিয়ে বেরনো মাত্রই সাইকেল দেখে চোখ সরাতে পারে না আবালবৃদ্ধবনিতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here