সুদীপ পাল,বর্ধমানঃ
চালের বস্তার আড়ালে পোস্তর খোলের গুঁড়োসহ একটি লরিকে আটক করল শুল্ক বিভাগ।পুলিশ সূত্রে জানা যায়,বর্ধমান ও আসানসোল শুল্ক দফতরের এই অভিযানে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে লরি চালক যশবীর সিংকে গ্রেফতার করেছে।উদ্ধার করা হয়েছে ৭ কুইণ্টাল ৫০ কেজি পোস্তর খোলের গুঁড়ো তথা ডোডা। বর্তমানে যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।কিভাবে পাকড়াও করা হলো এই লরি চালককে?জানা যায়,বর্ধমানের একটি চালকল থেকে ৩০০ বস্তা চাল তোলার পর দুবরাজপুর হয়ে পানাগড় জাতীয় সড়ক ধরে যাচ্ছিল লরিটি। গোপন সূত্রে খবর পেয়ে লরিটিকে তল্লাশি করা হলে পথেই ধরা পড়ে যায়।
পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে ওৎ পেতে থাকে দুই অফিসার।লরি আসতেই আটক করে তল্লাশি চালায় নারকোটিক দফতরের দুই অফিসার।তার মানে এই যে,পথে কোথাও চালের বস্তার আড়ালে ওই ৭০০ কেজি গুঁড়ো তোলা হয়েছিল।চালের বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে ২৫ কেজির একটি বস্তা। মোট ৩০টি বস্তা বার হয়।পুলিশ সূত্রে জানা যায়, লরি চালক যশবীর সিং পাঠানকোটের বাসিন্দা। শুল্ক দফতর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।প্রথমত কিভাবে পাঠানকোটের এই লরি চালকের হাতে এত মাদক এল তা প্রশ্ন উঠছে।দ্বিতীয়ত কে বা কারা এই লরি চালকের হাতে দিল এই মাদক? একইসাথে যে চাল কল থেকে লরিটি চাল নিয়ে রওনা হয়েছিল সেই চালকল মালিক এর সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ কখনো রোদ কখনো বৃষ্টি,বিপাকে প্রতিমা শিল্পীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584