নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সই নকল করে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল গোষ্ঠী সদস্যদের নামে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায়। সই জাল করে টাকা তোলার প্রতিবাদ করলে গোষ্ঠীর সভানেত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ।
গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো লাভ না হওয়ায় আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয় ওই নিগৃহীত মহিলা। নিগৃহীত মহিলার নাম ভানু বালা রায়।অভিযোগ, কিছুদিন আগে দুই নম্বর আমজাদ পুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় সংঘ নামক এক সংস্থার সদস্যরা চাপ দিতে থাকেন সভানেত্রী ভানু বালা রায়কে তাদের টাকা ব্যাঙ্ক থেকে তুলে তাদেরকে দেওয়ার জন্য।
অসুস্থ থাকার জন্য ভানু বালা দেবী কিছুদিন ধরে সভার কাজে আসতে পারেনি। পরে সুস্থ হয়ে গোষ্ঠী সভায় এলে সভার সদস্যরা তাকে ধরে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ভোটের প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে
গঙ্গারামপুর থানায় অভিযোগ জানালে পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি।জানা যায় বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেফতার করার কথা জানিয়েছেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584