ধাক্কা খেল বিজেপি! চৌরঙ্গীতে প্রার্থী হচ্ছেন না সোমেন জায়া

0
81

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিজেপির টিকিটে চৌরঙ্গীতে দাঁড়াতে অস্বীকার করলেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক শিখা মিত্র। বৃহস্পতিবার রাজ্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় চৌরঙ্গীর প্রার্থী হিসেবে শিখা মিত্রের নাম ওঠে। কিন্তু তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন। তাঁর এই সিদ্ধান্তে মুখ পোড়ে বিজেপির।

Sikha Mitra | newsfront.co

জানা গেছে, চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী তালিকায় স্থান পায় শিখা মিত্রের নাম। দিল্লিতে প্রয়াত সোমেন জায়ার নাম ঘোষণা করে বিজেপি। অথচ তা জানেনই না শিখা মিত্র। একটি অডিয়োবার্তায় তাঁর দাবি, বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুয়ো খবর।

 

ফলে, প্রার্থীতালিকা নিয়ে চরম বিড়ম্বনায় বিজেপি। মুখ পোড়ে রাজ্য বিজেপি নেতৃত্বের। প্রসঙ্গত, প্রয়াত সোমেন মিত্রের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী শিখা ও পুত্র রোহনের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপর প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে বেসুরো সুর শোনা গিয়েছিল রোহনের গলায়। তবে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিজেপিতে যোগদান করেননি।

আরও পড়ুনঃ খেলা শেষ হবে, উন্নয়ন আরম্ভ হবে! পুরুলিয়ায় বললেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকাতে নাম দেখা যায় শিখা মিত্রের। দুপুরে ঘরেই ছিলেন তিনি। তখনই ফোনে জানতে পারেন এ কথা। তাতে হতবাক শিখা ও রোহন মিত্র। অডিয়োবার্তায় শিখা মিত্র বলেন,’বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুয়ো সংবাদ। আমি নিজেই বলছি দাঁড়াব না। মিথ্যা কথা।’

আরও পড়ুনঃ দলের নিরলস কর্মী আমিঃ শমীক ভট্টাচার্য

হোয়াটসঅ্যাপে প্রথম এই খবর দেন শিখাপুত্র রোহন মিত্র। তিনি জানিয়ে দেন,’মা প্রার্থী হচ্ছেন না। আমাদের কেউ জানায়নি।’ ফোনে রোহন মিত্র বলেন,’শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছিল। ২০১৪ সালে রাজনীতি ছেড়ে দিয়েছেন মা। কোনও পার্টির হয়ে দাঁড়াচ্ছেন না। মা দুপুরে শুয়েছিলেন। আমি একটা কাজে বাইরে ছিলাম। এটা ঠিক হল না। ৬ মাস আগে স্বামীকে হারিয়েছেন তিনি। তাঁর স্বামী প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল। তিনি বিজেপির হয়ে চৌরঙ্গীতে দাঁড়াবেন, এটা হতে পারে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here