নির্বিঘ্নে ভোট করতে সিকিম পুলিশের রুটমার্চ উত্তর দিনাজপুরে

0
248

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর :রাত পোহালে সূর্যদয়ের সাথে সাথে  সোমবার সকাল সাতটা থেকেই শুরু হবে রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে সমস্ত রকমের প্রস্তুত প্রশাসন। সেই মতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে  নির্বাচনের আগেই সিকিম রাজ্য সহ অন্যান রাজ্য  থেকে প্রায় ১৫০০ পুলিশ এসে পৌচ্ছেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ।

নিজস্ব চিত্র

ভিন রাজ্য থেকে আগত পুলিশের একাংশ রবিবার এসে পৌঁচেছে রায়গঞ্জে।  রবিবার সকাল থেকে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে জেলা পুলিশের তত্ত্বাবধানে রুটমার্চ করেন তাঁরা। রায়গঞ্জ ব্লকের ১১ নং কমলাবাড়ি, বরুয়া, শেরপুর গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে রুটমার্চ করল সিকিম পুলিশ।

নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার পুলিশের তত্ত্বাবধানে গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে রুটমার্চ করানো হয় সিকিম পুলিশবাহিনীকে দিয়ে। নির্বাচনের আগে সিকিম ও রাজ্য পুলিশ রুটমার্চ করার ফলে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ ভোটাররা। তবে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা দেখা যাবে সোমবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here